জুমবাংলা ডেস্ক : বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই নারায়ণগঞ্জের পাচঁটি আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। সকাল ৮ টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সবচেয়ে বেশি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ৪ ও ৫ সংসদীয় আসনে। দুটি আসনের মধ্যে ৪ সংসদীয় আসনে একেএম শামীম ওসমান নৌকা প্রতীক নিয়ে এবং তার বড় ভাই একেএম সেলিম ওসমান ৫ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পথে। তারা দুই ভাই আসন দুটিতে গত দশ বছর সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রূপগঞ্জে নির্বাচিত হওয়ার পথে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
নারায়ণগঞ্জ-৩ সংসদীয় এলাকা সোনারগাঁ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত সদ্য বিদায়ী সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে পেছনে ফেলে ভোটের হিসাবে এগিয়ে আছেন আ.লীগের নৌকা মার্কার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। নারায়ণগঞ্জ ১ সংসদীয় আসনে ভোটের হিসাবে এগিয়ে আছেন বর্তমান সাংসদ নজরুল ইসলাম বাবু।
এদিকে নারায়ণগঞ্জ-২ আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া জেলার অন্য আসনগুলোতে পরিস্থিতি ছিল স্বাভাবিক। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নৌকা ও লাঙ্গলের সমর্থকদের সংঘর্ষে প্রিজাইডিং অফিসার ও পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। দুটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এ ঘটনায় লাঙ্গল প্রতীকের প্রার্থী আলমগীর শিকদার লোটনের ছোট ভাই জাহাঙ্গীর শিকদার ঝোটনসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নৌকা ও লাঙ্গলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়েছে। দুপুরে আড়াইহাজারের রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি কেন্দ্র বাতিল করা হয়েছে। দুপুরে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ও মহিলা কেন্দ্র দখলকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। হামলায় কেন্দ্রে কর্মরত একজন প্রিজাইডিং অফিসার, ২ জন পুলিশ সদস্য সহ ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০-৬০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। পরে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কেন্দ্র দুটি বাতিল ঘোষণা করা হয়। এর আগে সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভোটগ্রহণ শুরু হয়। আড়াইহাজারে বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের মারধর সহ বের করে দেয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, কেন্দ্রে গন্ডগোল করলে বেশ কয়েকজন আহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ ভোটকেন্দ্র বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে এই ঘটনার পর লাঙ্গল প্রতীকের প্রার্থী আলমগীর শিকদার লোটন নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এছাড়া নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে অবধৈভাবে ভোট কেনার দায়ে স্বতন্ত্র প্রার্থী (কটেলি প্রতীক) শাহজাহান ভূঁইয়ার দুই কর্মীকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরমিানাসহ অনাদায়ে আরও ছয় মাসরে সশ্রম কারাদণ্ডে দণ্ডতি করা হয়েছে। সকাল ১১টার দিকে দায়িত্বরত জুডশিয়িাল ম্যাজিস্ট্রেট শ্যামসাদ বেগম এ দণ্ড প্রদান করনে। দণ্ডপ্রাপ্তরা হলনে- রূপগঞ্জ উপজলোর রূপগঞ্জ ইউনয়িনরে গুতয়িাব আগারপাড়া এলাকার রতন মিয়ার ছেলে সবুজ ( ৩০) ও মিজান মিয়ার ছেলে নাঈম মিয়া (৩৫)।
নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ পরর্দিশক রেজাউল করিম জানান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতার নির্দেশ অনুযায়ী তারা গুতিয়াবো আগারপাড়া এলাকায় দায়িত্বে ছিলেন। শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থী (কটেলি প্রতীক) শাহজাহান ভূঁইয়ার দুই কর্মী সবুজ মিয়া ও নাঈম মিয়া ভোটারদরে প্রভাবিত করতে এবং ভোট কেনার চেষ্টা করে। পরে স্থানীয় এলাকাবাসীর সামনেই তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা করে মোট এক লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তথ্য-প্রমাণের ভিত্তিতে সবুজ মিয়া ও নাঈম মিয়াকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরমিানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন জুডশিয়িাল ম্যাজিস্ট্রেট শ্যামসাদ বেগম।
এছাড়া সংখ্যালঘু ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগ করেন নৌকা প্রতীকের গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, হিন্দু ভোটারদের আটকে রেখে ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে না। তারা নৌকায় ভোট দিবে এমনটা ভেবেই তাদের আটকে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এখানে একটি ভূমিদস্যু গ্রুপের হাজার কোটি টাকার মিশন নেওয়া হয়েছে। এর আগে সকাল সোয়া ৮টায় রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের পুরুষ কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন গোলাম দস্তগীর গাজী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।