নারায়ণগঞ্জে লাশ গুম-ছিনতাই চক্রের সক্রিয় ৭ সদস্য গ্রেফতার

গুম-ছিনতাই চক্র

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জে অপহরণ ও হত্যা মামলায় জেল পলাতক আসামি অটোরিকশা ছিনতাই, চালককে খুন করে নদীতে লাশ গুম চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ

গুম-ছিনতাই চক্র

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাটে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। গণমাধ্যমে সংবাদ দেখে মরদেহটি পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবার গত ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

হত্যা মামলার মূল রহস্য উদঘাটন এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও আসামি গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন আরও বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান হত্যার সঙ্গে জড়িত লিয়ন, বোরহান ইমরান ওরফে পিচ্চি, শাওন বেপারী, মোসা. পারভীন বেগম, শাহীন মোল্লা, মোহাম্মদ আলী ও মো. আল আমিন সর্দারসহ সাতজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

শিক্ষার্থীদের নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, সপ্তাহ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত

তাদের থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা, মোবাইল ফোন, চেতনানাশক ওষুধ ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।