নারায়ণগঞ্জের ফতুল্লার একটি মার্কেটে অগ্নিকান্ড, চার দোকান ভস্মীভূত

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবুপুরের নন্দলালপুরের একটি মার্কেটের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মুদি, সেলুন ও লেপতোশকের দোকানসহ চারটি দোকান পুড়ে গেছে।

narayanganj

শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোল্লা সুপার মার্কেটে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। রাত সাড়ে ১২টায় অগ্নিকান্ডের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিস সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিসের ১টি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১টিসহ মোট দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ১টি হেয়ার ড্রেসিং সেলুন, ভাই-বোন বোডিং স্টোর নামের লেপতোশকের দোকান ও মেসার্স নিহাব এন্টারপ্রাইজের নামের একটি মুদি দোকানসহ চারটি দোকান পুড়ে গেছে।

লা লিগায় রিয়াল বেতিসের সঙ্গে ২-২ গোলে হতাশাজনক ড্র বার্সেলোনার

তিনি বলেন, ধারণা করা হচ্ছে লেপতোশকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশর্^বর্তী দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।