আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পার্লামেন্ট কমপ্লেক্সে একসঙ্গে বসে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। চা পান করতে করতে এই বৈঠক করেন তারা। অনানুষ্ঠানিক এই বৈঠকে আরও ছিলেন কয়েকজন নেতা। উপস্থিত ছিলেন পার্লামেন্টের স্পিকার ওম বিড়লাও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শুক্রবার চলমান পার্লামেন্টের অধিবেশন মুলতবি ঘোষণা করার পর ওই অনানুষ্ঠানিক বৈঠকে বসেন মোদি ও রাহুল। এতে অংশ নেওয়ার সময় একজন আরেকজনকে ‘নমস্তে’ বলেন তাঁরা। এ সময় দুজনের মুখেই ছিল হাসি।
এই বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, সোফায় বসে ছিলেন নরেন্দ্র মোদি। তাঁর পাশে ছিলেন স্পিকার ওম বিড়লা। ওই সময় রাহুল গান্ধী তাঁর ডানপাশে ছিলেন। মন্ত্রী কিরেন রিজিজু, কিঞ্জারাপু রামমোহন নাইডুর সঙ্গে এ সময় ছিলেন বিরোধী দলের বেশ কয়েকজন নেতা।
ছবিতে দেখা যায়, মোদির বা পাশে বসে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারা সবাই কথা বলার সময় একজনকে চা দিয়ে ঢুকতে দেখা যায়।
ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। এ সময়ে দুজনের এই ছবি বেশ আলোচনার জন্ম দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।