নারীদের আটকে রেখে অশ্লিল কাজে বাধ্য, গ্রেফতার ১

অশ্লীল কাজে বাধ্য

জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের রাজৈরে নারীদের আটকে রেখে অবৈধ কাজে বাধ্য করানোর অভিযোগে দেবাশীষ রপ্তান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচ নারীকে উদ্ধার করা হয়। খবর পেয়ে বাড়ির মালিক সটকে পড়েন।

অশ্লীল কাজে বাধ্য

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে নারীদের নিয়ে আসে চক্রটি।

পরে উপজেলার কদমবাড়ী ইউনিয়নে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসাসহ অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে আসছিল তারা। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ শুক্রবার রাতে দীঘিরপাড় গ্রামের মন্টু গাইনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মন্টু গাইন (৪৫) পালিয়ে গেলেও চক্রের মূল হোতা খুলনা জেলার সুখদাড়া গ্রামের কৃষ্ণপদ রপ্তানের ছেলে দেবাশীষ রপ্তানকে গ্রেপ্তার করা হয়।

সাহসী দৃশ্যে অভিনয় করে লাখো পুরুষের রাতের ঘুম কাড়লেন রাজসী ভার্মা

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় মন্টু গাইন ও দেবাশীষ রপ্তানের বিরুদ্ধে মামলা হয়েছে। মন্টু গাইনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেই সাথে এই চক্রের সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।