নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় বরখাস্ত ফুটবল ফেডারেশন প্রধান

Fottball

স্পোর্টস ডেস্ক : পানামার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে ছয় মাসের জন্য বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। আর কারণটাও গুরুতর। বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আসছে ফিফা। সম্প্রতি লা লিগায় ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের ঘটনা নিয়ে ফিফার পদক্ষেপ আলোচিত হয়েছিল।

Fottball

এবার পানামার এক নারী ফুটবলারকে ‘মোটা’ বলে সম্বোধন করায় দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা।

ঘটনা গত বছরের মে মাসের। আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট থেকে দল বাদ পড়ার পর, দেশের নারী ফুটবল পরিকাঠামোর সমস্যা নিয়ে কথা বলেছিলেন মার্তা কক্স। অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিক মতো বেতন না পাওয়া, মাঠ এবং অনুশীলনের সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন ২৭ বছর বয়সি এ ফরোয়ার্ড। কক্সের এমন সমালোচনা ভালোভাবে নেননি পানামা ফুটবলের প্রধান আরিয়াস।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কক্সকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন। বিশ্বকাপ ইতিহাসে পানামা নারী দলের হয়ে প্রথম গোল করা এ ফুটবলারকে নিয়ে আরিয়াস বলেন, ‘কক্সের চেহারা এখন আর ফুটবল খেলার মতো নেই। ও মোটা। মাঠে ঠিক মতো নড়াচড়াও করতে পারে না।’

আরিয়াসের এই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন কক্স। জানিয়েছিলেন, ফেডারেশন সভাপতি ক্ষমা না চাইলে জাতীয় দলের হয়ে খেলবেন না।

এপ্রিলেই লঞ্চ হতে পারে iPhone SE 4 এবং iPad: জানুন ফিচার ও সম্ভাব্য দাম

নারী ফুটবলারের প্রতি এমন অবমাননাকর মন্তব্য ভালোভাবে নেয়নি ফিফা। সে কারণেই ছ’মাসের শাস্তি দেয়া হয়েছে আরিয়াসকে। এই শাস্তি মেনে নিয়েছেন আরিয়াস। আগামী ছয় মাস কোনো রকম ফুটবলের কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবেন না তিনি। চলতি বছরের ১৪ জুলাই শেষ হবে তার শাস্তির মেয়াদ।