আন্তর্জাতিক ডেস্ক : অর্ধশতাধিক পুরুষকে গোপন ভিডিওর ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন মুম্বাইয়ের মডেল নেহা মেহের। প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
কর্ণাটক পুলিশ জানিয়েছে, পুরুষদের নানা প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে ঘনিষ্ঠ হতেন নেহা। গোপনে ঘনিষ্ঠ সেসব মুহূর্তের ভিডিও ক্যামেরায় ধারণ করে নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিতেন। আবার কখনো বাড়িতে ডেকে নেয়ার পর সাঙ্গপাঙ্গদের দিয়ে বিবস্ত্র করে ভিকটিমকে মারধর করাতেন। বিবস্ত্র করে মারধরের দৃশ্যও ভিডিও করে রাখা হতো।
পরবর্তী সময়ে সেসব ভিডিওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফাঁদ পাতা হতো। গোপনে ধারণ করা ভিডিও ভিকটিমের ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ব্ল্যাকমেল করা হতো। দাবি করা হতো মোটা অংকের টাকা। মান-সম্মান হারানোর ভয়ে চুপচাপ টাকা দিয়ে দিতেন ভিকটিম।
মডেল নেহার সাথে আরও অনেকেই এই চক্রের সাথে জড়িত। সম্প্রতি এই চক্রের কুকীর্তির পর্দা উন্মোচন করে কর্নাটক পুলিশ। এখন পর্যন্ত অর্ধশতাধিক পুরুষ এই মধুচক্রের প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। তাদের মধ্য থেকে এক যুবক পুলিশে অভিযোগ দেয়ার পরই প্রকাশ্যে আসে ঘটনাটি। ওই যুবক পুলিশকে জানায়, নেহা প্রথমে টেলিগ্রামের মাধ্যমে তার সাথে যোগাযোগ করেন। পরে হোয়াটসঅ্যাপে আলাপ চলে তাদের মধ্যে। নেহা জানান, তার স্বামী দুবাই থাকে। পরবর্তী সময়ে নানাভাবে তাকে শারীরিক সম্পর্কে জড়াতে প্রলুব্ধ করেন।
ভিকটিম ওই যুবক পুলিশকে আরও জানান, হোয়াটসঅ্যাপে নিজের কিছু ছবি এবং ঠিকানা পাঠিয়ে নেহা তার বাসায় যেতে বলেন। গত ৩ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে তিনি নেহার বাসায় যান। কিছুক্ষণ পর তিন যুবক তাকে মারধর শুরু করে। তাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর হুমকি দেয়া হয়। এরপর তার কাছে তিন লাখ টাকা চাওয়া হয়। প্রথমে তাদের দেয়া একটি ফোন নম্বরে ২১ হাজার ৫০০ টাকা পাঠান তিনি। বাকী টাকা আদায়ের জন্য তাকে রাত ৮টা পর্যন্ত বন্দী করে রাখা হয়। পরে ক্রেডিট কার্ড আনতে বাড়ি যাওয়ার কথা বলে রক্ষা পান তিনি।
পানির দামে দুর্দান্ত মাইলেজের সুবিধা, বাজার কাঁপাচ্ছে এই বাইক
গুরুতর এমন অভিযোগ পাওয়ার পরপরই নড়েচড়ে বসে কর্ণাটক পুলিশ। দ্রুত তদন্ত শুরু করা হয়। তদন্তে মধুচক্রের সন্ধান পায় পুলিশ। এখন পর্যন্ত নেহাসহ চক্রের মোট তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য জোর তৎপরতা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।