আবুল কালাম আজাদ : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
সোমবার সাভার সরকারি কলেজ, ধামরাই সরকারি কলেজ এবং আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ ও আব্দুল মান্নান ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, দেশে নারীদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির আওতায় আসে না। এ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দেন, যদি নারীদের প্রতি সহিংসতা বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে তারা আরও বড় আন্দোলন গড়ে তুলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।