থাইল্যান্ডে নারী পাচারের ঘটনায় জোভান ও পূজা

জোভান ও পূজা

বিনোদন ডেস্ক : অভিনয় তারকারা এখন ঝুঁকছেন নতুন নতুন প্ল্যাটফরমের দিকে। তা ছোট পর্দার তারকাই হোক কিংবা বড় পর্দার। কারণ, ভালো গল্প, নির্মাতা, বাজেট ও লোকেশন হলেই এখন দর্শকরা লুফে নিচ্ছেন এসব কনটেন্ট। এর পাশাপাশি যদি চেনা তারকা হয়, তাহলে তো সোনায় সোহাগা! তেমনি এক মিশনে নেমেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান।

জোভান ও পূজা

মিশন সুদূর থাইল্যান্ডের ব্যাংকক, পাতায়া। তাঁর সঙ্গী বড় পর্দার নায়িকা পূজা চেরি। এই দুজনকে জুটি করে মাহমুদুর রহমান হিমি দীপ্তর জন্য নির্মাণ করছেন ওয়েবফিল্ম ‘পরী’। এরই মধ্যে জোভান-পূজা অংশ নিয়েছেন শুটিংয়ে।

এবারই প্রথম তাঁরা একসঙ্গে জুটি বেঁধেছেন। পাতায়া থেকে জোভান জানান, ‘সিনেমাটি নির্মিত হচ্ছে আমাদের দেশেই ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে। হিউম্যান ট্রাফিকিং নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সবকিছুই থাকছে। এখানে তাঁকে দেখা যাবে দেশীয় শোবিজের একজন বড় তারকা অর্থাৎ সুপারস্টার চরিত্রে।’ এটিতে পূজাকে একজন বার ড্যান্সারের ভূমিকায় দেখা যাবে। যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ভর্তি কবি হেলাল হাফিজ

এবং কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকে। শুধু ব্যাংকক-পাতায়া নয়, দেশেও ছবিটির শুটিং হবে বলে জানা যায়। রায়হান খানের চিত্রনাট্য এবং নাইনটিন ফিফটি টু এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমায় জোভান-পূজা ছাড়া আরও অভিনয়ে তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়া প্রমুখ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে এটি মুক্তি পাবে বলে জানা যায়।