বিনোদন ডেস্কষ : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কাজ নিয়ে সারা বছর ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। রাশমিকা মনে করেন— নারীরা সবক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছেন। বিশ্ব নারী দিবস উপলক্ষে পিংকভিলার সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
বিশ্ব নারী দিবসের লক্ষ্য লিঙ্গ বৈষম্য দূর করা। ভারতে নারীরা কি এই অর্জন থেকে এখনো দূরে রয়েছেন? এ প্রশ্নের জবাবে রাশমিকা মান্দানা বলেন, ‘না, আমার মনে হয় না আমরা দূরে আছি। আমরা এটি অর্জন করেছি এবং ভালো কাজ করছি। নারীরা এখন সবক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছেন। অন্য নারী সহকর্মীদের জন্য এটি অনুপ্রেরণার।’
রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বারিসু’। গত ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে এটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন থালাপাতি বিজয়। ‘মিশন মজনু’ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।