নারীদের এই সুগন্ধি ব্যবহারে আগ্রহ বাড়ে পুরুষদের

সুগন্ধি

লাইফস্টাইল ডেস্ক : সম্প্রতি একটি পরিসংখ্যানে জানা যায়, নারীর বিশেষ সুগন্ধিগুলির মধ্যেও এমন কয়েকটি সুগন্ধি রয়েছে, যেগুলো পুরুষরা ব্যবহার করতে আগ্রহ দেখায়। জেনে নিন, সেগুলো কী কী-

সুগন্ধি

* বারবেরি ফর উওম্যান
এটি নারীদের হলেও পুরুষরাও এটি ব্যবহার করতে পারেন। জুঁই ফুলের সঙ্গে চন্দনের সুবাসে ভরপুর। যা মন ভরিয়ে দেয়।

* ব্লাক অর্কিডের টম ফোর্ড
অর্কিড ফুলের সুগন্ধে সমৃদ্ধ এই সুগন্ধি পুরুষদের খুব পছন্দের। সাধারণ অর্কিডের মতো নয়, এতে রয়েছে এক অদ্ভুত সুবাস। স্পেশাল সময়কে আরও রোম্যান্টিক করে তোলে।

* গুয়েরলেইনের শালিমার
সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মুমতাজকে উৎসর্গ করে তৈরি হয়েছে শালিমার। এই সুবাসে প্রেম জাগে বলে গুয়েরলেইনের দাবি। পুরুষরা খুব ব্যবহার করেন। বিশেষ ডেটে মেখে যান।

* নার্কিসো রডরিগস্ ফর হার
চন্দন ও গুল্মবিশেষ সুবাসটি আপনি বেছে নিতেই পারেন। আপনার প্রতিটি মুহূর্তকে ফুলের সুগন্ধে সুরভিত করে তুলবে।

https://inews.zoombangla.com/ott-jogota-ar-sobchaya-hot/

* শ্যানেল নম্বর ১৯
সবুজ অ্যারোমার কারণে এই সুগন্ধিটি বেশ জনপ্রিয়। শ্যানেলের প্রত্যেকটি পারফিউমই মন ভরানো। নম্বর ১৯ স্প্রে করলে মনে হয়- বসন্ত এসে গেছে। হালকা মেজাজের সঙ্গে আভিজাত্য প্রকাশ করে এটি। যা পুরুষদেরও অত্যন্ত ফেভারিট।