আন্তর্জাতিক ডেস্ক : একটি জীবন্ত কাঁকড়া ঢুকে পড়েছে এক নারীর কানে! সেটিকে বের করা হচ্ছে। এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা গেছে, ডুবঁসাতার দেওয়ার সময় তার কানে ঢুকে পড়ে ওই কাঁকড়াটি। ঘটনাটি ঘটেছে পুয়ের্তো রিকোর রাজধানী ও জনবহুল শহর সান জুয়ানে।
ভিডিওতে দেখা যায়, একজন লোক এক জোড়া চিমটি ব্যবহার করে ওই নারীর কান থেকে কাঁকড়াটি বের করার চেষ্টা করছেন। একাধিকবার ব্যর্থ হওয়ার পর সেটি বের করতে পারেন তিনি। এসময় কাঁকড়াটি দেখে চিৎকার করে ওঠেন ওই নারী। বলেন, এটা কি!
দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মে ১৩ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।