জীবনে সফলতার জন্য বন্ধুত্বের গুরুত্ব অনেক। এবার সেই বন্ধুত্ব নিয়েই দারুণ অনুরোধ জানালেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন ওয়েব সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’র ট্রেলার অনুষ্ঠানে পুরুষদের প্রতি অনুরোধ জানান অভিনেত্রী।
শুক্রবার (২৯ আগস্ট) মুম্বাইয়ের ওরলির স্নোবল স্টুডিওতে বলা তামান্নার সে অনুরোধ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মঞ্চে কী বলেছিলেন অভিনেত্রী জানেন?
অনুষ্ঠানে তামান্না বলেন, ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ দুই নারী উদ্যোক্তার গল্প। সে সঙ্গে দুই বান্ধবীর গল্পও। স্বপ্নবাজ দুই নারীর গল্প। যারা কঠিন সংগ্রাম পার করে স্বপ্নকে বাস্তবে পরিণত করে।
তামান্না আরও বলেন, জীবনে সফল হওয়ার ক্ষেত্রে আমি একটা বিষয়কে বেশি জোর দিই। সেটা হলো পাশে থাকা। অনেকেই বলেন, পুরুষের জীবনের সফলতার পেছনে থাকে নারীর অবদান। একইভাবে আমি বলতে চাই, একজন নারীর জীবনে সফলতার ক্ষেত্রেও পুরুষের অবদান থাকে।
এ অভিনেত্রী বলেন, আজ আমি এতো সফল তার পেছনে আমার বাবা আর ভাইয়ের অবদান অনেক। তাদের মতো সুন্দর মননের পুরুষ আমার জীবনে আছেন বলেই, আমার স্বপ্নে তাদের পাশে পেয়েছি বলেই আমি সামনে এগোতে পেরেছি।
এরপর এ নায়িকা পুরুষের প্রতি অনুরোধ করে বলেন, তাই আমি সব পুরুষকে বলতে চাই, তারা যেন তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, তাদের স্বপ্ন পূরণের সাহস জোগান। তাহলেই স্বপ্নবাজ নারীরা তাদের সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে।
প্রসঙ্গত, ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ সিরিজটি পরিচালনা করেছেন কলিন ডি’কুনহা ও অর্চিত কুমার। আগামী ১২ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম হবে নতুন এ সিরিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।