সুন্দর হতে কে না চায়। সবাই চায়, আপনি চান সুন্দর হতে। নিজের সৌন্দর্যকে আলোকিত করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যান। আর জেল্লাদার ত্বক পেতে সার্বক্ষণিক পরিশ্রম করে যান। বাস্তবে আকর্ষণীয় করে তুলে স্বপ্নপূরণ করে থাকেন সবাই। আর তা করতে গিয়ে প্রতিদিনের দূষণ, রোদ, মানসিক চাপ এবং ভুল স্কিনকেয়ার রুটিনের কারণে ত্বক তার স্বাভাবিক জেল্লা হারাতে থাকে।

অনেকেই আছেন, বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করলেও তার প্রভাব থাকে সাময়িক। তাই ত্বককে ভেতর থেকে পুষ্টি দিতে চাই সঠিক উপাদান। এর মধ্যে অন্যতম হলো নারিকেল তেল ও ভিটামিন–ই ক্যাপসুলের মিশ্রণ। রাতে ঘুমানোর আগে এ দুটি উপাদান ব্যবহার করলে আপনার ত্বক পেতে পারে নতুন প্রাণ।
নারিকেল তেল ও ভিটামিন–ই একসঙ্গে ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক জেল্লা বৃদ্ধি পায়। এটি স্কিন টেক্সচার উন্নত করে এবং মুখকে সতেজ রাখে। যারা মুখের বর্ণ উন্নত করতে চান, তাদের জন্যও এটি ভালো একটি ন্যাচারাল রেমেডি। এই সহজ স্কিনকেয়ার পদ্ধতি নিয়মিত মেনে চললে অল্প কয়েক দিনের মধ্যে আপনার ত্বকে পরিবর্তন লক্ষ্য করা যায়। শুধু প্রাকৃতিক উপায়ে নয়, নিশ্চিতভাবেই নিরাপদ উপায়ে পেয়ে যেতে পারেন উজ্জ্বল, নরম ও স্বাস্থ্যকর ত্বক।
নারিকেল তেল প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। এটি ত্বকের গভীরে পৌঁছে ত্বককে নরম ও মোলায়েম করে। এর সঙ্গে ভিটামিন–ই মিশিয়ে ব্যবহার করলে আপনার ত্বক আরও বেশি হাইড্রেটেড থাকে। শুষ্ক, খসখসে বা নিস্তেজ ত্বকের জন্য এ জুটি খুবই উপকারী। নিয়মিত ব্যবহারে ত্বক নরম, মসৃণ ও প্রাণবন্ত দেখায়।
আর মুখের স্পট, পিগমেন্টেশন বা ব্রণের দাগ কমানোর জন্য ভিটামিন–ই একটি অত্যন্ত কার্যকর উপাদান। এটি ত্বকের কোষ পুনর্গঠন করতে সাহায্য করে এবং ক্ষতিগ্রস্ত স্কিন টিস্যু দ্রুত সেরে ওঠে। আর নারিকেল তেলের সঙ্গে ভিটামিন–ই মিশিয়ে রাতে ব্যবহারে ত্বকের দাগ ধীরে ধীরে হালকা হয়ে যায় এবং স্কিন টোন সমান দেখায়।
কারণ ভিটামিন–ই ত্বকের জন্য একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এটি ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে ত্বককে সুরক্ষা করে। ফলে বার্ধক্যের লক্ষণ ধীরে দেখা দেয়। ফাইন লাইন, বলিরেখা বা ত্বকে ঢিলেঢালা ভাব দেখা দিলে এই মিশ্রণটি কাজে দেয়। নিয়মিত ব্যবহারে ত্বক দীর্ঘদিন তরুণ ও টাইট অনুভূত হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


