Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ইউরোপ-মধ্যপ্রাচ্যে যাচ্ছে নরসিংদীর লটকন
    অর্থনীতি-ব্যবসা কৃষি

    ইউরোপ-মধ্যপ্রাচ্যে যাচ্ছে নরসিংদীর লটকন

    August 19, 20236 Mins Read

    জুমবাংলা ডেস্ক : নরসিংদীর শিবপুর ও বেলাব উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ গাছের ডগা থেকে গোড়া পর্যন্ত শাখা-প্রশাখায় থোকায় থোকায় ঝুলে আছে টক-মিষ্টি স্বাদের পাকা লটকন। এক সময়ের কদরহীন ঔষধি গুণসম্পন্ন লটকন এখন জেলার অর্থকরী ফসলে পরিণত হয়েছে। দেশের গন্ডি ছাড়িয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে রফতানি হচ্ছে লটকন।

    কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, জেলার ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাওয়া লটকন এখন অন্তত সাড়ে ৩০০ কোটি টাকার বাজার।

    জেলায় এবার সবচেয়ে বেশি লটকনের আবাদ হয়েছে শিবপুর উপজেলার জয়নগর এলাকায়। এ বছর প্রকার ও আকারভেদে প্রতি কেজি লটকন ৭০ থেকে ২০০ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি মৌসুমে জেলাজুড়ে লটকনের ফলন ও দাম, উভয়ই ভালো পাওয়ায় চাষিরাও বেশ খুশি।

    প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল, চৈতন্যা ও বারৈচা এলাকায় লটকনের হাট বসে। এসব হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে কয়েক কোটি টাকার লটকন। এসব হাট থেকে কেনা লটকন ট্রাকের পর ট্রাকে করে সারা দেশে ছড়িয়ে দেন পাইকাররা। এছাড়াও দেশের গন্ডি ছাড়িয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে রফতানি হচ্ছে লটকন।

    এই লটকনকে কেন্দ্র করে ৯ হাজার থেকে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে বলে দাবি পাইকারদের। তাদের দৈনিক মজুরি ৫০০ টাকা, সঙ্গে তিন বেলার খাবারের জন্য দেয়া হয় ২০০ টাকা।

    ১৯শ’ হেক্টর জমিতে লটকনের চাষ

    লটকন চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শত বছর আগে শিবপুরের জয়নগর এলাকার বনে-জঙ্গলে লটকন গাছ দেখা যেত। সে সময় থেকেই স্থানীয়দের কাছে ফলটির কোনো অর্থনৈতিক গুরুত্ব ছিল না। অযত্নে বেড়ে ওঠা লটকন গাছ একটি-দুটি করে শিবপুর উপজেলা ও পাশের বেলাব উপজেলায় ছড়িয়ে পড়ে। বছর দশেক আগে থেকে সারা দেশে সুস্বাদু লটকনের সুনাম ছড়িয়ে পড়লে শত শত বাগানে বাণিজ্যিক চাষের প্রবণতা শুরু হয়।

    এখনতো পাইকাররা আগেই কৃষকের বাগান এক মৌসুমের জন্য কিনে নেন। বর্তমানে এই দুই উপজেলায় প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে লটকন। এক মৌসুমে লটকন বিক্রির টাকায় সারা বছর সংসার চালান, এমন পরিবারের সংখ্যা এখন অনেক। স্থানীয় ভাষায় লটকনকে বুবি বা গোডা বলা হয়।

    কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ১৯শ’ হেক্টর জমিতে লটকন আবাদ হয়েছে। এরমধ্যে শিবপুরে ১৬শ’, বেলাবতে ৩১০, রায়পুরায় ৫০ ও মনোহরদীতে ৪০ হেক্টর জমিতে হয়েছে লটকনের আবাদ। মোট আবাদের পরিমাণ প্রায় ৩০ হাজার মেট্রিকটন।

    এসব লটকনের বাজারমূল্য অন্তত সাড়ে ৩০০ কোটি টাকা। এ থেকে চাষিরা লাভবান হবেন ২০০ কোটি টাকার মতো। আড়াই হাজার মেট্রিক টনেরও বেশি লটকন রফতানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

    কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, লটকনে অধিক পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও আয়রন আছে; যা আর্থ্রাইটিস, পাকস্থলির আলসারসহ বিভিন্ন ত্বকের সমস্যা সমাধানে কাজে দেয়। রুচি বাড়াতে এবং মানসিক অবসাদ দূর করতেও ফলটি উপকারী। লটকন গাছের পাতা গুঁড়া করে খেলে ডায়রিয়া এবং ডাল ও বাকল চর্মরোগের উপশম করে।

    এক হাটেই দিনে বিক্রি ৪ কোটি টাকা

    সরেজমিনে কয়েকটি লটকনের বাগান ঘুরে দেখা গেছে, গাছে গাছে ঝুলে আছে থোকা থোকা পাকা লটকন। হলুদ হয়ে আছে একেকটা গাছ। অনেক গাছে গোড়া থেকে ডগা পর্যন্ত এমনভাবে ফল ধরে যে ডালও দেখা যায় না।

    ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে ঝুপড়ি দোকানে অন্তত ৩০ থেকে ৪০টি জায়গায় নিজের গাছের লটকন বিক্রি করতে দেখা গেছে কৃষকদের। এর মধ্যে মরজাল, বারৈচা ও চৈতন্যা এলাকার হাটে স্থানীয় কৃষকরা ভোর থেকেই ভ্যানে করে নিজেদের বাগানে আবাদ করা লটকন নিয়ে আসেন।

    দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকাররা দরদাম করে কিনে নেন এসব লটকন।

    পাইকারের সঙ্গে কথা বলে জানা যায়, বিক্রি হওয়ার পর বেতের ঝুড়িতে ১০ বা ২০ কেজি বা প্লাস্টিকের বস্তায় ৫০ কেজি লটকন ভরে পর্যাপ্ত পানি ছেটানো হয়। পরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য ট্রাক বা ছোট-বড় পিকআপ ভ্যানে তোলা হয়। এভাবেই এসব লটকন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে ও দেশের বাইরে।

    শুধু মরজাল হাটেই প্রতিদিন ৩ থেকে ৪ কোটি টাকার লটকন বিক্রি হয়। আর সব হাট মিলিয়ে প্রতিদিন বিক্রি হয় ৮ থেকে ১০ কোটি টাকার লটকন।

    লটকনে বাঁচে জীবন

    নরসিংদীর লটকনের সঙ্গে এলাকার হাজারো পরিবারের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা জড়িয়ে আছেন। এই লটকনকে কেন্দ্র করে যে বাজার সৃষ্টি হয়েছে তাকে কেন্দ্র করেই বেঁচে আছেন সংশ্লিষ্টরা। বাগান মালিক ও ব্যবসায়ীরা এক সিজনের আয় দিয়েই পুরো বছর চলার মতো অর্থ পেয়ে যান।

    শিবপুর উপজেলার চৈতন্য এলাকার লটকন বাগানে কথা হয় ইমান আলী সরকার নামের একজন লটকনচাষির সঙ্গে। তিনি বলেন,
    লটকন চাষে তুলনামূলকভাবে খরচ কম, শ্রমও দিতে হয় কম। আমি ৩০ বছর ধরে লটকন চাষ করছি। লটকন চাষ করতে করতে আমরা অভিজ্ঞ হয়ে উঠেছি। আমরা বাগানের লটকন বিদেশেও যায়। তার জন্য ভালো মানের লটকন বাছাই করে ৪০০ গ্রাম করে পলিথিনের প্যাকেট করে ঢাকার শ্যামবাজারে পাঠাই। সেখান থেকে তারা পরীক্ষা করে বিদেশে পাঠায়।

    বেলাব উপজেলার জিরাব এলাকায় লটকন বাগানে কথা হয় কাজল মিয়া নামের একজন লটকনচাষির সঙ্গে।

    তিনি বলেন, রোপনের তিন বছরের মধ্যে লটকন গাছে ফল আসে। একটি গাছে টানা ২৫-৩০ বছর ফলন হয়। লটকন গাছের তেমন রোগবালাই নেই। পরিচর্যাও করতে হয় কম। গাছে ফল কাঁচা থাকা অবস্থাতেই পাইকাররা বাগান কিনে নেন। অন্যান্য ফসলের তুলনায় কয়েকগুণ বেশি লাভ হয় লটকনে। চলতি বছরে এই পর্যন্ত ১৮ লাখ টাকার লটকন বিক্রি করেছি, আরও ৭-৮ লাখ টাকার লটকন বিক্রি করতে পারবো।

    বেলাব উপজেলার ধুকন্দি এলাকায় লটকন বাগানে কথা হয় ৯২ বছর বয়সি মুক্তিযোদ্ধা আব্দুল হাসিমের সঙ্গে। এই লটকনচাষি বলেন, আমার বাগানে ২০০ লটকন গাছ আছে। এই গাছগুলো একদিন দুইদিনে করিনি। এর জন্য ৩২ বছর পরিশ্রম করতে হয়েছে। এ বছর ফলন ভালো হয়েছে, লাভবানও হবো। এই পর্যন্ত ১০ লাখ টাকার ফল বিক্রি করেছি। সামনের দিনে আরো বিক্রি হবে।

    এদিকে মরজাল লটকনের বাজারে কথা হয় বেলাব উপজেলার উজিলাব এলাকায় আক্তার মিয়া নামে একজন লটকনচাষির সঙ্গে।

    তিনি জানান, আমরা ২ বিঘা জমিতে লটকন চাষ করেছি। ওষুধ ও বদলির জন্য বাগানে খরচ হয়েছে ৫০ হাজার টাকা। বাগানের অর্ধেক ফল বিক্রি করেছি ৩ লাখ, আরো ৩ লাখ টাকা বিক্রি করতে পারবো। ৭০ টাকা ও ৮০ টাকা করে ৩ মণ লটকন বিক্রি করেছি। প্রতিদিন মরজাল বাজারে শতশত লটকন চাষি বাগান থেকে লটকন ভ্যানে করে এনে পাইকারদের কাছে বিক্রি করেন।

    মরজাল বাজারে কথা হয় ঢাকার ব্যবসায়ী রুবেল মিয়ার সঙ্গে। তিনি বলেন, লটকনের মৌসুমে ৫-৬ কোটি টাকার লটকন কেনাবেচা করেন তিনি। একটা সিজনে ১০-২০ লাখ টাকা লাভ থাকে।

    তিনি ২ লাখ টাকার লটকন কিনেছেন, এই লটকন প্যাকেট করে বরিশাল পাঠানো হবে। প্রতিদিন এখান থেকে লটকন কিনে ঢাকার কাওরান বাজার, শ্যামবাজার, বাদামতলী বাজারের পাইকারদের কাছে বিক্রি করেন। নরসিংদীর লটকনের বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন ১০ হাজার পাইকার ভিড় করেন। প্রতি পাইকারের সঙ্গে ৯ থেকে ১০ জন শ্রমিক কাজ করেন।

    লটকনের বাগানে কথা হয় চাদঁপুর থেকে লটকন নিতে আসা বিল্লাল মিয়া নামের একজন পাইকারের সঙ্গে।

    তিনি বলেন, নরসিংদীর লটকনের প্রচুর চাহিদা। তাই সপ্তাহে দুইদিন নরসিংদী আসি লটকন কিনতে। আমি বাজার থেকে কোনো লটকন কিনি না, সরাসরি বাগান থেকে কিনি। কারণ বাগান থেকে কিনলে নিজের চোখে দেখে ভালো মানের লটকন কেনা যায়। লটকনের ব্যবসা করে ভালো আছি। আজ ৮০ টাকা ও ১২০ টাকা করে ১০ মণ লটকন কিনবো।

    নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আজিজুর রহমান বলেন, সারাদেশে ছড়িয়ে পড়েছে নরসিংদীর ব্র্যান্ডখ্যাত লটকনের সুনাম। দেশ-বিদেশের বাজারে চাহিদা থাকায় এবং অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় বেশিরভাগ কৃষকই বাণিজ্যিকভাবে লটকন চাষ করছেন। আশা করা হচ্ছে, চলতি বছরে সাড়ে ৩০০ কোটি টাকার লটকন বিক্রি করতে পারবেন নরসিংদীর কৃষকেরা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা ইউরোপ-মধ্যপ্রাচ্যে কৃষি নরসিংদীর যাচ্ছে লটকন,
    Related Posts
    বাংলাদেশ ব্যাংক

    একীভূত হচ্ছে দুর্বল ১১ আর্থিক প্রতিষ্ঠান

    May 14, 2025
    sonali bank plc

    গ্রাহকদের বিশাল সুখবর দিল সোনালী ব্যাংক

    May 14, 2025
    বাংলাদেশ ব্যাংক

    আইএমএফের শর্ত মেনে ডলারের দাম বাজারের ওপর ছাড়ল বাংলাদেশ ব্যাংক

    May 14, 2025
    সর্বশেষ সংবাদ
    Samsung Galaxy S25 Edge
    Samsung Galaxy S25 Edge Officially Launched With 5.8mm Titanium Frame and 200MP Camera
    Xiaomi &Redmi Upcoming Phones
    Xiaomi & Redmi Upcoming Phones in 2025
    যুদ্ধবিমান ভূপাতিত
    পাকিস্তানি নিরাপত্তা সূত্র প্রকাশ করল ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের স্থান
    নামাজের সময়সূচি ২০২৫
    নামাজের সময়সূচি : ১৫ মে, ২০২৫
    Samsung Galaxy S25 Edge দুর্দান্ত ডিজাইনের মোড়কে ব্যাটারির দুর্বলতা
    Samsung Galaxy S25 Edge দুর্দান্ত ডিজাইনের মোড়কে ব্যাটারির দুর্বলতা
    আজকের টাকার রেট
    আজকের টাকার রেট : ১৫ মে, ২০২৫
    স্বর্ণের দাম ভরি প্রতি
    স্বর্ণের দাম ভরি প্রতি : আজকের ২২ ক্যারেট সোনার মূল্য
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ: আবেদন করবেন যে ভাবে
    Sabnur
    শাবনূর অস্ট্রেলিয়ায় দুর্ঘটনায় আহত
    এআই
    এআই থেকে বাঁচতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তারকাদের চিঠি
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.