বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশে ২ নক্ষত্রের খেলা দেখল নাসার হাবল স্পেস টেলিস্কোপ। দেখাল বিশ্ববাসীকেও। যা দেখে কার্যত মুগ্ধ সকলে। অপরদিকে বিজ্ঞানীদের সংগ্রহ বহু অজানা তথ্য।
মহাকাশের অতি সামান্যই তো জানা। অজানা তো প্রায় সবই। তবে বিজ্ঞানের কৃপায় একটু একটু করে সৌরজগতের বাইরের মহাবিশ্ব এবার মানুষের ধরা ছোঁয়ার মধ্যে আসছে। আর যত তা আসছে ততই তা মানুষের চোখ ধাঁধিয়ে দিচ্ছে।
সেখানে যে সৌন্দর্য লুকিয়ে আছে তার দিকে এক দৃষ্টে চেয়ে থাকলেও যেন আশ মেটে না। এমনই এক বিরল ছবি এবার পাঠাল নাসার পাঠানো অতি শক্তিশালী হাবল স্পেস টেলিস্কোপ।
হাবল বহু দূরে অবস্থিত ২টি নক্ষত্রপুঞ্জের ছবি পাঠিয়েছে। যেখানে ২টি নক্ষত্র ঝলমল করছে। আর তার চারধারে রয়েছে এক আলোক ঘূর্ণি। ছবিটি দেখে মনে হচ্ছে যেন ২টি চরকি পাশাপাশি ঘুরছে। তারা যেন নিজেরে মধ্যে ডুয়েল লড়ছে।
২টি আতসবাজির মত দেখতে নক্ষত্রের পিছনে রয়েছে অনন্ত অন্ধকার মহাবিশ্ব। যার মধ্যে মধ্যে উজ্জ্বল হিরের মত জ্বলছে আরও দূরে থাকা তারারা।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ছবিটিতে স্পষ্ট যে ২টি নক্ষত্র একে অপরের সঙ্গে পারস্পরিক মহাকর্ষীয় মিথস্ক্রিয়ায় লিপ্ত। ২টি নক্ষত্রকে দেখে বোঝা যাচ্ছে একে অপরের কাছে থাকায় তারা যেমন অপরূপ তেমনই আবার অত্যন্ত চঞ্চল হয়ে রয়েছে।
এও বিজ্ঞানীদের জন্য এক নতুন পর্যালোচনার বিষয়। কারণ নক্ষত্রদের মধ্যে পরিবর্তনও এবার হাবলের হাত ধরে নজরে আসতে চলেছে। যা আগামী দিনে ২টি নক্ষত্রের মুখোমুখি মিথস্ক্রিয়ার ফল সম্বন্ধে বিজ্ঞানীদের অনেক বেশি তথ্য সরবরাহ করবে।
তবে বিজ্ঞান বাদ দিলে সাধারণ মানুষের কাছে এই মহাবিশ্বের অপরূপত্ব সত্যিই উপভোগ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।