বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার বিনামূল্যে ভিডিও স্ট্রিমিং সেবা চালুর ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেবাটির নাম ‘নাসা+’।
৮ নভেম্বর থেকে চালু হতে যাওয়া স্ট্রিমিং সেবাটি পুরোপুরি বিনামূল্যে ব্যবহার করা যাবে, যেখানে সাবস্ক্রিপশন বা বিজ্ঞাপন দেখার মতো বাধ্যবাধকতাও নেই।
গোটা গ্রীষ্মজুড়েই নতুন স্ট্রিমিং সেবা চালু করার ইঙ্গিত দিয়ে ডিজিটাল জগতে নিজস্ব উপস্থিতির জানান দিয়েছিল নাসা। সে সময় সংস্থাটি বলেছিল, সেবাটি ব্যবহার করা যাবে নাসার আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণের অ্যাপে। এ ছাড়া, রোকু, অ্যাপল টিভি ও ফায়ার টিভি’র মতো স্ট্রিমিং প্লেয়ারের পাশাপাশি ওয়েব সংস্করণেও আসবে সেবাটি।
সেবাটির সম্ভাব্য কনটেন্ট নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। তবে নাসা বলছে, এর ব্যবহারবান্ধব প্রোগ্রামিং ব্যবস্থা ব্যবহারকারীকে নাসার বিভিন্ন মিশন সরাসরি দেখার সুযোগ করে দেবে।
‘নাসা টিভি’ নামে এরইমধ্যে নিজস্ব সম্প্রচারক নেটওয়ার্ক ব্যবস্থা চালু করেছে সংস্থাটি। আর নতুন স্ট্রিমিং সেবাটি এর বর্ধিতাংশ হতে পারে।
তবে, আগামী বুধবার নতুন সেবাটির আনুষ্ঠানিক উন্মোচনের পর এর কনটেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।