বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মঙ্গল গ্রহে বসবাস করলে নভোচারীদের স্বাস্থ্য ও কাজকর্মের ওপর কেমন প্রভাব পড়বে―তা যাচাই করে দেখতে মার্স সিমুলেশন তৈরি করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। বছরব্যাপী সিমুলেটেড মার্স মিশন পরিচালনার জন্য স্বেচ্ছাসেবী নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে তারা। নাসার মিশনের নাম ‘ক্রিউ হেলথ অ্যান্ড পারফরম্যান্স এক্সপ্লোরেশন অ্যানালগ’ বা ‘সিএইচএপিএ’।
মঙ্গল গ্রহের চেয়ে হিমালয়ের পর্বতে থাকা সহজ।
মঙ্গল গ্রহের আবহাওয়া মিলবে এমন কোনো জায়গা পৃথিবীতে নেই। তাই টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারেই বানানো হচ্ছে মঙ্গল গ্রহে বসবাসের উপযোগী থ্রিডি প্রিন্টেড বাড়ি। কিভাবে ফসল ফলিয়ে ও সীমিত সরদ দিয়ে প্রচণ্ড বৈরী আবহাওয়ায় টিকে থাকা যাবে সেটারই বাস্তব অভিজ্ঞতা পাওয়া যাবে বাড়িটিতে। বক্স আকৃতির এক হাজার ৭০০ ফুট এই বাড়ির মেঝেতে থাকবে লাল বালু।
এই বাড়িতে বসবাসের জন্য ৩০ থেকে ৩৫ বছর বয়সী মার্কিন নাগরিক খুঁজছে নাসা। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত থেকে পাস করা ইংরেজিভাষী ব্যক্তিরাই পাবেন অগ্রাধিকার। এ ছাড়া যোগ্য প্রার্থী হতে হলে থাকতে হবে এক হাজার ঘণ্টা আকাশযান চালানোর অভিজ্ঞতা অথবা পিএইচডি প্রগ্রামে দুই বছরের অভিজ্ঞতা। নাসার ওয়েবসাইটে আগামী এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
সিএইচএপিএ মিশনের দ্বিতীয় ধাপ শুরু হবে ২০২৫ সালে। প্রথম পর্ব শুরু হয় ২০২৩ সালের জুন মাসে।
সূত্র : এনগ্যাজেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।