বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা নতুন ছবি প্রকাশ করেছে নাসা। ছবিতে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা দুটি ছায়াপথ দেখা যায়। শুক্রবার (১২ জুলাই) মহাকাশের ছবি তোলা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দুই বছর পূর্তি উদযাপন করতে পেঙ্গুইন এবং এগ নামে মিথস্ক্রিয়া করতে থাকা দুটি গ্যালাক্সির ছবি প্রকাশ করেছে।
নাসার জ্যোতির্পদার্থবিদ্যা বিভাগের পরিচালক মার্ক ক্ল্যাম্পিন এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশ্বমানের বিজ্ঞানের সহযোগিতা মাত্র দুই বছরে ওয়েব টেলিস্কোপ মহাবিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছে। এ কারণেই নাসা এই মিশনটিকে বাস্তবে পরিণত করতে সক্ষম হয়েছে।
মহাবিশ্বের প্রতিটি দিক আরো গভীরভাবে অন্বেষণ করা ওয়েব টেলিস্কোপ ছাড়া সম্ভব ছিল না জানিয়ে তিনি আরো বলেন, ওয়েব টেলিস্কোপ আদি মহাবিশ্ব সম্পর্কে দীর্ঘস্থায়ী রহস্যের অন্তর্দৃষ্টি প্রদান করছে এবং দূরবর্তী বিশ্বের অধ্যয়নের একটি নতুন যুগের সূচনা করছে। এটি এমন ছবি প্রকাশ করছে যা সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে এবং মহাকাষ অন্বেষণ সংক্রান্ত আরো প্রশ্র করতে উৎসাহিত করে।
ওয়েবের প্রকাশিত ছায়াপথের ছবির বিষয়ে নাসা জানায়, ছায়াপথ দুটো প্রায় ৩ হাজার ২৬০ লক্ষ আলোকবর্ষ দূরে কয়েক লক্ষ বছর ধরে একে অপরের সঙ্গে জড়াজড়ি করে রয়েছে।
নাসার মতে, পেঙ্গুইন এবং এগ বা ডিম ছায়াপথ দুটোর মধ্যে কসমিক ড্যান্স (মহাজাগতিক নৃত্য) শুরু হয়েছিল ২৫০ থেকে ৭৫০ লক্ষ বছর আগে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী কয়েক লক্ষ বছর ধরে তারা একে অপরের চারপাশে লুপের একটি সিরিজে ঘুরতে থাকবে। সবশেষে এই মিথস্ক্রিয়া ছায়াপথ দুটোকে একক গ্যালাক্সিতে পরিণত করবে।
ইনফ্রারেড আলো ক্যাপচারে বিশেষজ্ঞ ওয়েব টেলিস্কোপকে বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসাবে বিবেচনা করা হয়। গত দুই বছরে মহাকাশ থেকে এটি বেশ কয়েকটি আবিষ্কার এবং আশ্চর্যজনক চিত্র আনতে সাহায্য করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।