চাঁদে বিক্রমের ছবি তুলল নাসার স্যাটেলাইট

চাঁদে বিক্রমের ছবি

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ইতিহাস রচনা করেছে ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। আর এতেই গোটা বিশ্বের নজর রয়েছে এই চন্দ্রাভিযানের দিকে। এরই ধারাবিহতায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার শেয়ার করল চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে দাঁড়িয়ে থাকা ল্যান্ডার বিক্রমের ছবি।

চাঁদে বিক্রমের ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টু্‌ইটারের নতুন নাম) ওই ছবি শেয়ার করেছে সংস্থাটি। ছবিটি ২৭ আগস্ট অর্থাৎ চাঁদে অবতরণের মাত্র চার দিন পরে নাসার লুনার রিকনেসান্স অরবিটার (এলআরও) দ্বারা তোলা হয়েছিল।

এক্স পোস্টে জানানো হয়েছে, নাসার এলআরও স্পেসক্র্যাফট থেকে তোলা হয়েছে ছবিটি। দক্ষিণ মেরু থেকে ৬০০ কিমি দূরে বিক্রমকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ছবিটিতে।

শাহরুখের বাড়িতে ভাড়া থাকার সুযোগ, জেনে নিন খরচ

উল্লেখ্য, এই মুহূর্তে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান দু’জনই রয়েছে ‘স্লিপ মোডে’। নির্ধারিত সময়ের দিন দুয়েক আগেই তাদের ঘুম পাড়ানো হয়েছে। এরপর ২২ সেপ্টেম্বর ফের জেগে ওঠার কথা তাদের। এর আগে গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে সফল অবতরণ করে ইতিহাস গড়ে ভারতের চন্দ্রযান-৩।