মঙ্গলগ্রহের রহস্যময় ছবি পাঠাল নাসার যান

মঙ্গলগ্রহের রহস্যময় ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মঙ্গলগ্রহ নিয়ে এখন অনেক কিছু সামনে আসছে। নাসার রোভার ঘুরে বেড়াচ্ছে লাল গ্রহের মাটিতে। সেই রোভার থেকে বেরিয়ে ছোট্ট হেলিকপ্টার মঙ্গলগ্রহের আকাশে ঘুরে ছবিও তুলছে।
মঙ্গলগ্রহের রহস্যময় ছবি
আবার মঙ্গলের মাটিতে ঘুরে নানা ছবি পাঠাচ্ছে পারসিভিয়ারেন্স। তেমনই একটি ছবি এবার চমকে দিয়েছে বিজ্ঞানীদেরও।

মঙ্গলগ্রহের পাথরের খাঁজের একটি ছবি নাসার হাতে এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি রূপোলী প্যাকেট বা ফয়েল সেখানে খাঁজে আটকে রয়েছে। মঙ্গলগ্রহে ফয়েল প্যাক! আঁতকে ওঠার মত বিষয় হলেও এটাই ঘটেছে।

নাসার বিজ্ঞানীরা মনে করছেন এটা এই পারসিভিয়ারেন্স-এরই থার্মাল ব্ল্যাঙ্কেট হতে পারে। যা যন্ত্রের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে কাজে লাগানো হয়।