বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফটের সহযোগিতায় আর্থ কোপাইলট নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল তৈরি করেছে নাসা। কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটি কাজে লাগিয়ে পৃথিবীবিষয়ক বিভিন্ন তথ্য বর্তমানের তুলনায় আরও দ্রুত জানা যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি। শুধু তা–ই নয়, নাসার তথ্যভান্ডারে থাকা পৃথিবীবিষয়ক বিভিন্ন গবেষণার ফলাফলও জানা যাবে।
নাসার তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটির মাধ্যমে পৃথিবীকে নিয়ে করা বিভিন্ন গবেষণার তথ্য আরও কার্যকরভাবে বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। মাইক্রোসফটের সহযোগিতায় তৈরি টুলটি চ্যাটবটের জটিল উত্তর সরল করার পাশাপাশি ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে পারবে। নাসার বিশাল তথ্যভান্ডারের সঙ্গে ব্যবহারকারীদের সংযোগ স্থাপনেও কাজ করবে নতুন টুলটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটির বিষয়ে মাইক্রোসফটের স্বাস্থ্য ও সরকারি খাতের শিল্পবিষয়ক করপোরেট ভাইস প্রেসিডেন্ট টাইলার ব্রাইসন জানিয়েছেন, প্রযুক্তিগত কারণে অনেকেই নাসার তথ্যভান্ডার ব্যবহার করতে চ্যালেঞ্জের মুখে পড়েন। গবেষকদের তথ্য বিশ্লেষণ ও বিন্যাসের জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। এআই টুলটির মাধ্যমে নাসার বিশাল তথ্যভান্ডার কাজে লাগিয়ে সহজে বৈজ্ঞানিক তথ্য জানা যাবে।
বর্তমানে আর্থ কোপাইলট টুলটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে। আর তাই বর্তমানে শুধু নাসার বিজ্ঞানী ও গবেষকেরা টুলটি ব্যবহার করতে পারছেন। শিগগিরই টুলটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে নাসা। টুলটি উন্মুক্ত হলে নাসার পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকেরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।