বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চারদিকের বলয়ের জন্যই শনি গ্রহ স্বতন্ত্র। তবে সেই বলয় নিয়েই এবার উদ্বেগ। ধীরে ধীরে পৃথিবী থেকে ফিকে হয়ে যাচ্ছে শনির এই বলয়। তবে কি ভবিষ্যতে সম্পূর্ণ হারিয়ে যেতে পারে শনি গ্রহের চারদিকে থাকা এই বলয়? উত্তর দিল নাসা। নাসার তরফে জানানো হয়েছে, ১৮ মাস ধরে পৃথিবী থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে শনির বলয়। তবে বিষয়টি নেহাতই দৃষ্টিভ্রম উল্লেখ করছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা।
৭ নভেম্বর ‘দ্য ইউনিভার্স আনভেইলড’-এর তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘শনির অত্যাশ্চর্য বলয়গুলি ২০২৫ সালে অদৃশ্য হয়ে যাবে। তবে নেহাতটি এটি দৃষ্টিভ্রম। শনি গ্রহ মহাশূন্যে একটি নির্দিষ্ট কৌনিক বিন্দুতে তার কক্ষপথে ঘুরে চলেছে। সেই অবস্থানের কারণেই পৃথিবী থেকে দেখতে অসুবিধা হচ্ছে শনির বলয়গুলিকে। আর তার জন্যই মনে হচ্ছে যেন ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে শনির বলয়। পৃথিবীর সঙ্গে শনির এই কৌনিক অবস্থানের জন্যই দেখা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে বলয়গুলি।’
শনির বলয় গ্রহের পৃষ্ঠ থেকে ১ লাখ ৭৫ হাজার মাইল পর্যন্ত প্রসারিত। পৃথিবী থেকে দেখা যায় শনির এই বলয়। এটি ধূলিকণা, বরফ, পাথর দিয়ে তৈরি। বলয় আসলে ওই পদার্থ গুলির উচ্চ গতিতে ঘূর্ণনের ফলে তৈরি। তবে ২০২৫ সালে পৃথিবী থেকে আর দেখা যাবে না শনির এই বলয়। বিশাল রিংগুলি প্রায় অদৃশ্য হয়ে যাবে। কৌণিক অবস্থানের জন্যই বলয় আর দেখা যাবে না পৃথিবী থেকে। বলয় যে আসলে অদৃশ্য হয়ে যাবে এমনটা নয়।
বর্তমান সময়ে দাঁড়িয়ে শনি গ্রহ নিচের দিকে ৯ ডিগ্রি হেলে রয়েছে। ২০২৪ সালের মধ্যে হেলে যাওয়ার মাপকাঠি আরও ৩.৭ ডিগ্রি কমে যাবে। ২০২৫ সালে এটি মান হয়ে যাবে শূন্য। তবে আশাহত হওয়ার কিছু নেই। বেশ কয়েক বছর পর আবার পৃথিবী থেকে দেখা যাবে শনির এই বলয়। আবারও আবর্তিত হবে শনি। ধীরে ধীরে আবারও পৃথিবীমুখী হবে বলয়টি। ২০৩২ সালে শনি গ্রহ ২৭ ডিগ্রি কোণে হেলে থাকবে। আর এই সময় পৃথিবী থেকে সবচেয়ে ভালো ভাবে দেখা যাবে শনির বলয়।
উল্লেখ্য, সূর্যের চারপাশে একবার ঘূর্ণন সম্পূর্ণ করতে শনির ২৯.৫ বছর সময় লাগে। সম্প্রতি শনি গ্রহের চারপাশে ৬২টি নতুন উপগ্রহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। শক্তিশালী টেলিস্কোপে সেই উপগ্রহের উপস্থিতি ধরা পড়েছে। সূত্র: ইউএসএটুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।