বিনোদন ডেস্ক : টিভি অভিনয়শিল্পীদের সহনশীল হওয়ার অনুরোধ জানালেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।
ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে নাসিম ও রওনক অভিনয়শিল্পীদের উদ্দেশে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা সবাই মিলে একটি সুন্দর ইন্ডাস্ট্রি তৈরিতে নিরলসভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। এর মাঝে বিভিন্ন জনের সঙ্গে মতবিরোধ, ভুল বোঝাবুঝি এমনকি কখনও কখনও অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে আমাদের সবারই একটু সহনশীল হওয়া প্রয়োজন।’
গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় কথা বলার ক্ষেত্রে অভিনয়শিল্পীদের ভীষণ সচেতন হওয়া দরকার। এমন কোনো আচরণ করা যাবে না যাতে কেউ অসম্মানিত হন।
এ বিষয়ে অভিনয়শিল্পীদের নানান সুবিধার কথা তুলে ধরেন তারা। জানান, অভিনয়শিল্পীদের যে কোনো সমস্যা সমাধানে অগ্রজ অভিনয়শিল্পীদের পাশে পাবেন তারা। অভিনয়শিল্পী সংঘও পাশে আছে। পাশাপাশি রয়েছে অভিনয়শিল্পীর সাইবার নিরাপত্তার জন্য ডিএমপি সাইবার ক্রাইম ইউনিট, আইনগত সহায়তা ও পরামর্শের জন্য লিগাল উইং। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরামর্শের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে।
তাই পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সুন্দর কর্মপরিবেশ গড়ে তোলার জন্য অভিনয়শিল্পীদের সচেতন হওয়ার বিনীত অনুরোধ জানান নাসিম-রওনক। শুধু নিজের পেশা নয়, ইন্ডাস্ট্রির অন্যান্য শাখা যেমন: নাট্যকার, পরিচালক, প্রযোজক, কলাকুশলীসহ টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম, বিশেষ করে সংবাদমাধ্যম ও বিনোদন সাংবাদিকদের সঙ্গে নিয়ে ইন্ডাস্ট্রিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।