বিনোদন ডেস্ক : আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান।
তবে নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন বেশকিছু নৃত্যশিল্পী। আজকাল অনেক স্টেজ শোতেই দেখা মেলে তাঁর। গানের তালে তাঁর কোমর দোলানো বা কিলার এক্সপ্রেশন এর ফ্যান লাখ লাখ মানুষ। সম্প্রতি এমনই একটি স্টেজ শো ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।
হরিয়ানভি ড্যান্সারদের স্টেজ শো হলেই তাতে উপস্থিত হন হাজার হাজার মানুষ। তাদের স্টেজ শো এতই ভালো যে সেখানে প্রচুর মানুষ ভিড় জমায়। আর প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও হরিয়ানভি নৃত্যশিল্পী ট্রেন্ড করছেন।
সম্প্রতি শ্রেয়া চৌধুরী নামক এক ড্যান্সার একটি স্টেজ শো করেছিল যাতে রীতিমত ভিড় উপচে পড়ছিল। আর সেই স্টেজ শো এর ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে।
ইউটিউবে সম্প্রতি ব্যাপক জনপ্রিয় হচ্ছে শ্রেয়া চৌধুরীর স্টেজ শো ভিডিও। ভিডিওতে শ্রেয়া বিখ্যাত হরিয়ানভি গান ‘থেকে ওয়ালি গালি’ তে মানুষকে সেক্সি চাল দেখাচ্ছেন। নাচতে গিয়ে শ্রেয়াকে দেখে যৌবনের মাদকতায় বুঁদ হয়ে গেছেন প্রচুর উপস্থিত দর্শক।
তিনি জলের বোতল থেকে নিজের শরীরে জল ছিটিয়ে সেক্সী কায়দায় নাচ করেছেন। ভিডিওতে শ্রেয়াকে হলুদ স্যুটে দেখা যাচ্ছে। সেও চুল নিয়ে খেলছে। মঞ্চে নাচের সময় তাঁর অদ্ভুত বোল্ড অঙ্গভঙ্গি আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। ইউটিউবে এই ভিডিওটি এখন ২ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.