জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ও রাতে র্যাব-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি (২৬), পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয় ও ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি।
খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যায় জেলা শহরের কাজিপাড়া এলাকা থেকে রুহুল আমিন আফ্রিদিকে গ্রেপ্তার করেন র্যাব-৯ এর সদস্যরা। অন্যদিকে পুলিশ কান্দিপাড়া অভিযান চালিয়ে জাকির হোসেন জয় ও দেলোয়ার হোসেন আদিকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, রুহুল আমিন আফ্রিদিকে র্যাব-৯ ধরেছে। বাকি দুজনকে পুলিশ। তিনজনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।