নর্ড স্ট্রিম নাশকতায় যাদের দায়ী করছে যুক্তরাষ্ট্র

নর্ড স্ট্রিম নাশকতা

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ইউরোপের সবচেয়ে বড় গ্যাস প্রবাহের পাইপলাইন ‘নর্ড স্ট্রিমে’ নাশকতার পেছনে দায়ী একটি ইউক্রেনপন্থি দল। বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

নর্ড স্ট্রিম নাশকতা

এই গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ নাশকতার ঘটনার সঙ্গে কিয়েভ সরকারের সংযুক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের সাত মাসের মাথায় সমুদ্রের পানির নিচ দিয়ে প্রবাহিত পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়া ও জার্মানির মাঝে সংযোগ স্থাপনকারী এ পাইপের বাল্টিক সমুদ্রে অবস্থিত সুইডেন ও ডেনমার্কের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অংশে বিস্ফোরণের ঘটনার পর উভয় দেশ দাবি করে, এটি নাশকতা, দুর্ঘটনা নয়।

প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, এ ঘটনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা তার শীর্ষ উপদেষ্টাদের বা অন্য কোনো ইউক্রেনীয় সরকারি কর্মকর্তা কোনো সংযুক্তি নেই।

সংবাদ প্রকাশের পর জেলেনস্কির রাজনৈতিক উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক বিবৃতিতে বলেন, নিঃসন্দেহে ইউক্রেন এ পাইপলাইনের ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়।

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর পাইপলাইনের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো একে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে। রাশিয়া পশ্চিমকে এর জন্য দায়ী করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। উভয় পক্ষ থেকে নিজ দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

মুক্তির আগেই ‘পুষ্পা টু’ সিনেমার আয় ১২০০ কোটি

রয়টার্স এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে রুশ আগ্রাসন ও চীনের পক্ষ থেকে আসা হুমকির বিষয়ে আলোচনা করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।