নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, ধরা খেলেন আওয়ামী লীগ নেতা

comilla

জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

comilla

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় অভিযান চালিয়ে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কবিরুল ইসলাম শিকদার কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

যৌথবাহিনী সূত্র জানায়, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় ছিলেন কবির শিকদার। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। এছাড়া ১৮ জানুয়ারি আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি ফেসবুক পেজে ঘোষিত হরতাল সফল করতে তিনি উদ্যোগ নিচ্ছিলেন বলে জানা যায়। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তিনটি মামলা রয়েছে।

Infinix Hot 50 Pro: 270MP ক্যামেরার সঙ্গে 16GB RAM এর দুর্দান্ত স্মার্টফোন

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, আজ বিকেলে ৩টায় কবির শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।