ভাসুর ক্রুনালের সঙ্গে নাতাশার চ্যাট ভাইরাল

Natasa Stankovic’s Comment On Krunal Pandya's

বিনোদন ডেস্ক : বিগত বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে চলেছে নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ড্যর। এরই মধ্যে নাতাশার ‘পথে বসতে হবে’ পোস্ট সেই গুঞ্জনেই ঢেলেছিল ঘি! কিন্তু এ সবের হিসেবই যেন গুলিয়ে দিল নাতাশার সাম্প্রতিক এক কমেন্ট!

Natasa Stankovic’s Comment On Krunal Pandya's

বিগত বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে চলেছে নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ড্যর। এরই মধ্যে নাতাশার ‘পথে বসতে হবে’ পোস্ট সেই গুঞ্জনেই ঢেলেছিল ঘি! কিন্তু এ সবের হিসেবই যেন গুলিয়ে দিল নাতাশার সাম্প্রতিক এক কমেন্ট যা তিনি করেছেন হার্দিকের দাদা অর্থাৎ তাঁর ভাসুর ক্রুনাল পান্ড্যর পোস্টে। যা দেখে অনেকেরই প্রশ্ন, “যা রটেছে সবটাই কি তবে মনগড়া”? কী এমন লিখেছেন নাতাশা?

লখনউ সুপার জায়েন্টসের অলরাউন্ডার ক্রুনাল এ দিন ইনস্টাগ্রামে তাঁর ছেলে কবীর ও অগস্ত্যর এক ছবি শেয়ার করেছিলেন। ওই ছবিতেই নাতাশা পাঠিয়েছেন ভালবাসা। দিয়েছেন চোখে হার্ট সাইনের এক ইমোজি, যা নজর এড়ায়নি নেটিজেনদের।

এরপরেই অনেকের প্রশ্ন, “যদি পান্ড্য পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপই হয়ে থাকে তবে এই ভালবাসার আদানপ্রদানই বা কেন?” গোটা আইপিএলের বেশিরভাগ ম্যাচেই দেখা যায়নি নাতাশাকে। নিজের নামের থেকে আচমকাই পান্ড্য পদবী বর্জন করতেও দেখা গিয়েছে তাঁকে। আর তাতেই পুঞ্জীভূত হয়েছে বিচ্ছেদের গুঞ্জন।

ক্যামেরার সামনে উদ্দাম ড্যান্স দিয়ে উঞ্চতা ছড়ালেন সুন্দরী যুবতী

কিছু দিন আগেই পাপারাৎজির মুখোমুখি হয়েছিল তিনি। সে সময় তাঁকে প্রশ্ন করা হয়, বিচ্ছেদ কি হচ্ছে? উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান তিনি। এর আগে রটেছিল বিচ্ছেদ হলে পান্ড্যর ৭০ শতাংশ সম্পত্তি পাবেন নাতাশা। তবে তা সত্যি নয়। এই মুহূর্তে তাঁদের সম্পর্কের সমীকরণ কোন খাতে বইছে, সে উত্তরের আশায় সকলে।