জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ে নাতির সঙ্গে কেন্দ্রে এসে রহিমা বেওয়া (১১৮) নামে এক বৃদ্ধা ভোট দিয়েছেন। তার বাড়ি পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকায়। তিনি রহিমা ওই এলাকার মৃত নজিরউদ্দিনের স্ত্রী।
রবিবার (৭ জানুয়ারি) সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নাতি বিপ্লবকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন তিনি।
বিপ্লব জানান, আমার দাদি ভোটকেন্দ্রে আসার জন্য বারবার আকুতি করছিল। দাদির আকুতি দেখে ভোটকেন্দ্রে নিয়ে আসি। ভোট দেওয়ার পর দাদি খুব আনন্দিত । দাদি খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করেন। প্রিসাইডিং কর্মকর্তাদের সহযোগিতায় দাদি গোপন কক্ষে সিল মেরে ভোট প্রদান করেন।
রহিমা বেওয়ার সঙ্গে আসা মেয়ে ও তার ছেলের বউ জানান, গতকাল (শনিবার) থেকে রহিমা বেগম ভোটের কথা সবাইকে বলছে। আমরাও এসেছি। কারণ, এমনিতেই ১১৮ বছরের মানুষ মনের দিক থেকেও অসুস্থ হয়। তাকে হাতে ধরে নিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হয়। এজন্য তার অসুস্থতার কথা ভেবে আমরা রহিমার সঙ্গে এসেছি। ভোট দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য।
নিজেকে আরও আকর্ষণীয় দেখাতে শরীরের যে অঙ্গটি পাল্টিয়েছেন মাধুরী
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আহসানুর রহমান শাহ সাংবাদিকদের জানান, আমরা রহিমা বেগমকে দ্রুত ভোট প্রদানে সহযোগিতা দিয়েছি। ১১৮ বছর বয়সে কোনো বৃদ্ধার ভোট দিতে আসা আসলে বিরল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।