বিনোদন ডেস্ক : বিশ্বকাপে নোরা ফাতেহির অনুষ্ঠান দেখার আগ্রহ ছিল ভারতীয়দের। এই প্রথম বলিউডের কোনো তারকা বিশ্বকাপের উদ্বোধনী এবং সমাপ্তিতে নাচগান করার আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু দেশের মুখ কি রাখলেন নোরা?
নোরার কীর্তি নিয়ে নিন্দায় ডুবেছে নেটমাধ্যম। গর্ব বদলে গিয়েছে লজ্জায়। কারণ, নাচ শেষে দেশপ্রেমে বিভোর নোরা জাতীয় পতাকা তুলেছিলেন ঠিকই, তবে ধরেছিলেন উল্টো করে!
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই ভিডিও। যেখানে হিরেখচিত ঝলমলে পোশাকে নোরা একেবারে সামনে চলে এসেছিলেন মঞ্চে। তুলে ধরেছিলেন বড় তেরঙা। নামিয়ে দেখলেন, আবার তুললেন, কিন্তু গেরুয়া রং প্রতিবারই নিচের দিকে।
সেই ভিডিও দেখে মন্তব্যের ঝড় নেটদুনিয়ায়। কেউ বললেন, ‘লজ্জা হওয়া উচিত। ক্ষমা চান নোরা।’ মন্তব্য এলো, ‘নোরা ফাতেহি, আমি আপনার বড় ভক্ত। কিন্তু এই দৃশ্য দেখার পর কষ্ট পেলাম। শেষে তেরঙার অবমাননা করলেন?’ আবার কেউ একটু নরম হয়ে লিখলেন, ‘বোঝা যাচ্ছে ইচ্ছে করে করেননি, ওকে ক্ষমা করে দাও। জয় হিন্দ।’
কিছুদিন আগেই নোরাকে ফিফা বিশ্বকাপের গ্র্যান্ড ফ্যান ফেস্টিভ্যালের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গিয়েছিল। রিহার্সালের ঝলক প্রকাশ্যে এসেছিল। জোরদার মহড়া দিচ্ছিলেন নোরা। তবু শেষটা জমল না বলেই আক্ষেপে পুড়ছেন অনুরাগীরা।
প্রসঙ্গত, নোরাকে শেষবার দেখা গিয়েছিল ‘থ্যাঙ্ক গড’ সিনেমায়। আগামী দিনে ‘হানড্রেড পারসেন্ট’ ছবিতে জন আব্রাহাম, রিতেশ দেশমুখ এবং শেহনাজ গিলের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে। সূত্র : আনন্দবাজার
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel