জাতীয় সরকারের মাধ্যমে আওয়ামী সরকারের সব অপরাধের বিচার হবে : বুলু

BULU

জুমবাংলা ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘গত ১৭ বছর সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিশনার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেনি। সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির কেয়ারটেকার ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন। স্বৈরাচারী সরকার লুটপাট আর দুর্নীতি টাকা পাচার করেছে। আগামীতে জাতীয় সরকার গঠন করে বিগত সরকারের লুট পাটকারীসহ সব অপরাধের বিচার করা হবে।’

BULU

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ফরিদপুরে বিভাগীয় শোভাযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজনে শহরের সিভিল সার্জন অফিস সড়কে সমাবেশ ও বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সমাবেশে বুলু আরও বলেন, বাংলাদেশের মানুষ বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়েছে। তাই এই কৃতিত্ব কারো একার নয়। বরং গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি ১৭ বছর রাজপথে ছিল, আছে, থাকবে।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈছার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সহ-সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী চৌধুরী নায়াবা ইউসুফ, জেলা বিএনপির সিনিয়র যগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।

দ্রুত কোটিপতি হতে চাইলে ৪ ব্যবসার কোন বিকল্প নেই

এ সময় ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার শান্তিকামনা করে দোয়া করা হয়। পরে বিশ্বগণতন্ত্র দিবস উপলক্ষ্যে শহরে শোভাযাত্রা বের হয়। বিএনপির বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতা-কর্মীরা শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে গোয়ালচামট পুরাতন বাসস্ট্যাডে গিয়ে শেষ হয়।