জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

Rally

সুয়েব আহমদ, জৈন্তাপুর, সিলেট : জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় যুব দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

Rally

শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমিনুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবেদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণ মূখি রাষ্ট্র গঠনে আমাদের যুব সমাজ-কে এ দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য এগিয়ে আসতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহন করে তা কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরী হওয়া এবং দেশের সেবায় কাজ করে মানুষের সার্বিক কল্যাণ এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে আমাদের সকল ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো: মহসীন’র উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মো: আজহারুল ইসলাম, যুব সংগঠক মো: জসিম উদ্দিন, আব্দুল হান্নান।

সমাবেশে লোডশেডিং, নুরের দাবি ফ্যাসিবাদের দোসরদের কাজ

এছাড়া উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় যুব দিবস অনুষ্ঠানে কর্মসংস্থান কাজ সহযোগিতার অংশ হিসােবে উপজেলার ১জন বেকার যুব মহিলাকে ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে দেশ ও জাতি গঠনে একটি শপথ পাঠ করানো হয়েছে।