বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই শোবিজে গুঞ্জন উঠেছে নাটককে বিদায় জানাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর ইতিমধ্যেই নাটকের কাজ কমিয়ে দিয়েছেন তিনি। তার লক্ষ্য বড় পর্দা আর ওটিটি প্ল্যাটফর্ম। আসলেই কী তাই?
এর উত্তর দিয়েছেন মেহজাবীন নিজেই। গতকাল রোববার রাতে রাজধানীর এসকেএস টাওয়ারে ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’র এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি নাটকের মানুষ আর নাটকের সঙ্গেই থাকতে চাই। এই মাধ্যম ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না।’
তিনি আরও বলেন, ‘তবে এটা বাস্তব, আগের থেকে কাজের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছি। এর কারণ এখন অনেক বেছে বেছে কাজ করছি। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব। আর এই ভালোবাসা দিবসে একটা মাত্রই কাজ করা হয়েছে। সেটি হলো “দ্য সাইলেন্স”। এটাই দেখবেন একমাস। আশা করি, সবার ভালো লাগবে।’
কাজ কমিয়ে দেওয়ার কারণ হিসেবে মেহজাবীন বলেন, ‘আমরাই যদি নাটক নিয়ে পুরোদমে ব্যস্ত থাকি, তাহলে তো আর হবে না। নতুনদেরও তো সুযোগ দিতে হবে। এই সময়ে অনেকেই খুব ভালো করছে। আমি মনে করি, ওদের সাপোর্ট দরকার।’
ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’র এই অনুষ্ঠানে মেহজাবীনের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন- নির্মাতা ভিকি জাহেদ, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, শ্যামল মাওলাসহ অন্য কলাকুশলীরা। আজ সোমবার ওয়েব সিরিটি প্রকাশ হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।