বিনোদন ডেস্ক : নাটকপাড়ার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি লিখেছেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।”
জানা গেছে, শাহবাজ সানী রাত সাড়ে তিনটার দিকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
কবে নাগাদ শেষ হবে পাঠ্যবই বিতরণ বলতে পারছেন না শিক্ষা উপদেষ্টা
শাহবাজ সানী নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন। অল্প সময়েই অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের প্রিয় হয়ে উঠেন এবং নির্মাতাদের আস্থাও অর্জন করেন। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন, যা পরিচালনা করেছিলেন গোলাম কিবরিয়া ফারুকী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।