জুমবাংলা ডেস্ক : নাটোর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা সোহরাব হোসেন সোহাগকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। এতে সোহাগের ডান হাত ভেঙে গেছে। বর্তমানে তাকে রাজশাহীর তাহেরপুরে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।
সোহরাব হোসেন সোহাগ নলডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সোহাগ নলডাঙ্গা বাজারে তার শ্বশুরের দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় নলডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে যুবদল কর্মী রুপচানসহ তার সহযোগীরা সোহাগকে এলোপাথারি মারপিট করে হাত ভেঙে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহীর তাহেরপুরে একটি ক্লিনিকে ভর্তি করেন।
এ বিষয়ে কথা বলতে যুবদল কর্মী রুপচানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে সোহরাব হোসেন সোহাগের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। তিনি বলেন, জেলার বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এগুলো দেখার যেন কেউ নেই।
এ বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা জানতে পেরেছি, তবে সত্যতা পাইনি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগও দেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।