বিনোদন ডেস্ক : ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টায়) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম আসর। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা।
ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক রাজামৌলির সিনেমা ‘আরআরআর’ এর হাত ধরে তেলেগু সিনেমায় মিললো প্রথম অস্কার। এবার অস্কারের মঞ্চে এই সিনেমার ‘নাটু নাটু’ গানটি পেল ‘বেস্ট অরিজিন্যাল সং’ বা সেরা মৌলিক গানের সম্মান।
সেরা গানের জন্য অস্কার উঠেছে এমএম কিরাবানি এবং চন্দ্রবোসের হাতে। এমএম কিরাবানি ভারতের অন্যতম নামজাদা সংগীত পরিচালক কিন্বিনোদ বতু সেভাবে হয়তো জনপ্রিয় নন চন্দ্রবোস। আর সেই কারণেই তার সম্পর্কে খোঁজ নিচ্ছেন বহু মানুষ।
মধ্যবিত্ত পরিবারের জন্ম নেন চন্দ্রবোস। হায়দরাবাদের জওহরলাল নেহরু টেকনোলজি ইউনিভার্সিটি থেকে তিনি ইঞ্জিনিয়ারিং পাস করেন। তবে শুরু থেকেই ঝোঁক ছিল গানের দিকে। তাই ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে চলে আসেন গানের জগতে। গীতিকার এবং গায়ক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন এই শিল্পী।
১৯৯৫ সালে ‘তাজ মহল’ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। তার পরে টানা কাজ করে চলেছেন তিনি। তেলেঙ্গানার এই শিল্পীর কাজ করা হয়ে গিয়েছে প্রায় ৮৫০টি সিনেমাতে।
তবে ভারতে তাকে অনেকে চিনলেও আন্তর্জাতিক স্তরে তাকে বিপুল পরিচিতি দিয়েছে ‘নাটু নাটু’ গানটি। ইঞ্জিনিয়ারিং ছেড়ে গানের জগতে এসে যে ভুল করেননি তার আবারও প্রমাণ করে দিলেন অস্কারের মঞ্চে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।