বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছর ধরে রুপালি পর্দায় দেখা নেই ঢালিউডের লাস্যময়ী নায়িকা ইয়ামিন হক ববির। তার অভিনীত ও মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ২০১৯ সালের ‘নোলক’। এরইমধ্যে অবশ্য ময়ূরাক্ষী নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন ববি। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। তার আগে আরও তিন সিনেমায় অভিনেত্রী।
বিষয়টি ববি নিজেই নিশ্চিত করেছেন। বলেছেন, ‘তিনটির মধ্যে দুটি সিনেমা যৌথ প্রযোজনায় নির্মিত হবে। এরই মধ্যে গল্প ও চরিত্র নিয়ে নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আরেকটি সিনেমায় কাজ করার কথা মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে। শিগগিরই লিখিতভাবে চুক্তিবদ্ধ হব।’
ববি আরও বলেন, ‘সিনেমা তিনটি নির্মাণ করবেন এমএন রাজ। কলকাতার সুপারস্টার জিতের ‘রাবণ’ সিনেমার নির্মাতা তিনি। তিনটি সিনেমার মধ্যে একটির নায়ক অঙ্কুশ থাকবে এটি নিশ্চিত। ‘লাইফ ইজ বিউটিফুল’ নামে একটি সিনেমাতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছি। এটির কাজও কিছুদিনের মধ্যে শুরু হবে বলে শুনেছি। দেখা যাক কী হয়।’
কিন্তু কাজের মধ্যে এই লম্বা বিরতি কেন? অভিনেত্রীর দাবি, ‘প্রতিনিয়ত কাজের ভেতরে থেকে নিজের ছন্দে অভিনয় করে যেতে ভালোবাসি। কোনো দৌড় বা অস্থিরতা আমার কাজ করে না। তাই পছন্দের চরিত্র আর যুৎসই প্রোডাকশন প্ল্যান সেভাবে পাওয়া হয় না বলে কাজ কম করছি। তবে নতুন তিনটি সিনেমার সবকিছুই যুতসই মনে হয়েছে।’
ববির চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমাটির মাধ্যমে। সেখানে তাকে ক্যাপ্টেন ববির চরিত্রে দেখা যায়। চলচ্চিত্রে অভিষেকের পরের বছরই ‘মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ২০১১’ বিজয়ী হন এই অভিনেত্রী।
পরবর্তীতে দেহরক্ষী, ফুল অ্যান্ড ফাইনাল, ইঞ্চি ইঞ্চি প্রেম, রাজত্ব, অ্যাকশন জেসমিন, হিরো: দ্য সুপারস্টার, রাজাবাবু, ব্ল্যাকমেইল, বিজলী, বেপরোয়া, নোলকসহ ২০টির মতো সিনেমায় তার দেখা মিলেছে। চলচ্চিত্রের বাইরে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন ববি। নজর কেড়েছেন সেখানেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।