বিনোদন ডেস্ক : তারকাদের সব বিষয় বিষয় নিয়েই ভক্তদের আগ্রহ। লাইট, ক্যামেরার বাইরেও ভক্তদের জীবনে কী ঘটছে সেটা সব ভক্তই জানতে চান। পাপারাজ্জিরাও তাই ব্যস্ত থাকেন সেলেবদের নিয়ে। সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পরে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের একটি ভিডিও। স্যোশাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আলিয়া ভাটের একটি ভিডিও। সে নিয়েই চলছে আলোচনা।
হিন্দুস্তান টাইমস বলছে, তারকাদের নাকি একই পোশাক দুবার পরেন না। আর পরলেও সেটা ক্যামেরার সামনে নয়। তবে আলিয়া ভাট এসব ক্ষেত্রে আলাদা। গত বছরের ১৭ অক্টোবর স্বামী রণবীরের হাত ধরে বিয়ের শাড়ি পরে পৌঁছে গিয়েছিলেন জাতীয় পুরস্কার নিতে। ঠিক তেমনই এবার ২২ অক্টোবর (মঙ্গলবার) মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে আলিয়া পৌঁছে গিয়েছিলেন নিজের মেহেন্দির দিনের লেহেঙ্গা পরে।
আবারও পোশাকের পুনরাবৃত্তি করলেন জনপ্রিয় এই অভিনেত্রী। পাপারাজ্জিদের ক্যামেরায় উঠে এসেছে আলিয়ার একাধিক ছবি ও ভিডিও। আর তাতে সেই মেহেন্দির দিনের ১৮০ টি টেক্সটাইল প্যাচ দিয়ে তৈরি একটি গোলাপি লেহেঙ্গা সেটে দেখা গিয়েছে আলিয়াকে।
আলিয়ার এই লেহেঙ্গাটি ডিজাইনার মণীশ মালহোত্রারই তৈরি করা। এদিন তার সঙ্গে ছিলেন তার বড় বোন শাহিন ভাট। শাহিন পরেছিলেন ফিরোজা-সবুজ আনারকলি কুর্তা সেট। দিদি শাহিনের হাত ধরেই গাড়ি থেকে নামতে দেখা যায় আলিয়াকে।