বিনোদন ডেস্ক : গতবছরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রজাপতি’ মুক্তির পর থেকেই নানান বিতর্ক থাকলেও বছরের শুরুতে এই সিনেমায় বক্স অফিসে তুমুল ঝড় তোলে। মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত এই সিনেমা ভারত জুড়ে একদিনে ১ কোটি রুপির বেশি ব্যবসা করে।
গত রবিবার এই সিনেমা অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী হাতে ওঠে ডব্লিউবিএফজেএ (ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৩) সেরা অভিনেতা ক্যাটাগরি অ্যাওয়ার্ড। মিঠুন চক্রবর্তী পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন দেব।
সেরা অভিনেতা ও জনপ্রিয় ক্যাটাগরিতে সকল সুপার স্টারদের হারিয়ে পুরস্কার জিতে নেয় এই মেগাস্টার। কাকাবাবুর প্রত্যাবর্তন ছবির জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কিশমিশের জন্য দেব, কর্ণসুবর্ণেও গুপ্তধন ছবির জন্য আবির চট্টোপাধ্যায়, রাবণ ছবির জন্য জিৎ নমিনেশন পেয়েছিলেন।
মিঠুনের পক্ষে পুরস্কার গ্রহণ করে দেব বলেন, অন্যসব ক্যাটাগরিতে পুরস্কার নিয়ে সংসয় থাকলেও এই ক্যাটাগরিতে নেই। তিননি চান না এই সিনেমা নিয়ে কোনো বিতর্ক থাকুক। সিনেমা নিয়ে বিতর্ক থাকলে দর্শক ভয় পাবে। সেরা অভিনেতা হিসেবে মিঠুন চক্রর্তীর এই পুরস্কারের মাধ্যমে সব বিতর্কেও সমাপ্তি ঘটবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।