জুমবাংলা ডেস্ক : ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম কী হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনি ‘জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’ লিখে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টের নিচে কমেন্টে উল্লেখ করেন ‘আগামীকাল সারা বাংলাদেশ থেকে এই নামে ব্যানার আসবে। এই নামে মুখরিত হোক বাংলাদেশ।’
আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিউনিউতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ হবে। তাই ধারণা করা হচ্ছে নতুন দলের নাম এটি হতে যাচ্ছে।
এর আগে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন সারজিস আলম। তিনি বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় সংসদ-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।