বিনোদন ডেস্ক : ওয়েব দুনিয়ায় ফিরছে বিশ্বের সবচেয়ে বিপদজ্জনক খেলা। আবারও নেটফ্লিক্সে দেখা যাবে ‘স্কুইড গেম’। প্রকাশ পেল দক্ষিণ কোরিয়ার সিরিজ স্কুইড গেমের স্পেশাল টিজার।
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থেকে হং দুং ইয়ক পরিচালিত এই সাউথ কোরিয়ান ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে দেখানো হচ্ছে। নব্বইটি দেশে ‘স্কুইড গেম’ সর্বোচ্চ ভিউয়ারশিপ দখল করে রাখা প্রায় তিন বছর পর আসছে স্কুইড গেমের নতুন এপিসোড।
প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল ভূমিকায় সং জি-হান, যে চরিত্রে আছেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা লি চুং-চে।
গতকাল ‘স্কুইড গেম টু’এর টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স। জি-হানকে দিয়েই শুরু হয়েছে টিজার। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় তার। পিস্তল উঁচিয়ে অতি সাবধানে দরজা খুলতেই দেখে, মুখোশ পরা সেই মানুষ দাঁড়িয়ে। এই মুখোশধারীকে চেনা আছে জি-হানের। এমন এক লোকই আগে তাকে নিয়ে গিয়েছিল স্কুইড গেমের রাজ্যে। যেখানে পদে পদে আছে অর্থের প্রলোভন, আর মৃত্যুর ভয়।
পরের দৃশ্যেই জি-হান আবার নিজেকে আবিষ্কার করে স্কুইড গেমের সেই খেলার ময়দানে। তার গায়ে সেই একই ৪৫৬ নম্বর সবুজ জার্সি। তবে খেলার ধরনে বদল এসেছে। প্রথম সিজনে খেলাগুলো ছিল অনেকটাই সহজ। এবারের সিজনে গুরুত্ব পেয়েছে প্রযুক্তি। গল্প কেমন হবে, সেটা ৪০ সেকেন্ডের টিজার থেকে অনুমান করা শক্ত। তবে এটা আঁচ করা যাচ্ছে, প্রথম সিজনের তুলনায় স্কুইড গেম টু হতে যাচ্ছে আরও ভয়ংকর।
শোনা যায়, পরিচালক হং দুং ইয়ক এই কনসেপ্ট নিয়ে প্রায় দশ বছরেরও বেশি ঘুরেছেন। কিন্তু অবাস্তব এবং হিংসা-জনিত কারণে বেশ কিছু স্টুডিও এই ভাবনা নিয়ে ছবি বানাতে চায়নি। প্রথমে এটি চলচ্চিত্র হিসাবেই ভেবেছিলেন পরিচালক। পরিচালকের কথায় সত্যি ঘটনা থেকেই অনুপ্রাণিত ‘স্কুইড গেম’।
কিন্তু এখন তো খেলা ঘুরে গিয়েছে। বড়দিনের ঠিক পরদিন অর্থাৎ আগামী ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে ‘স্কুইড গেম সিজন ২’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।