আকর্ষণীয় ফিচার নিয়ে গেমারদের জন্য ৩৬০-এর কিউ২০ প্রো স্মার্টফোন

গেমারদের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের বাজারে নতুন স্মার্টফোন এনেছে ৩৬০ মোবাইল। নতুন ডিভাইসটি কিউ২০ প্রো নামে উন্মোচন করা হয়েছে। বিশেষ করে যারা গেম খেলতে ভালোবাসে তাদের জন্যই এটি তৈরি করা হয়েছে। খবর গিজমোচায়না।

গেমারদের

নতুন স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমভিত্তিক ৩৬০ওএস কাস্টম স্কিন দেয়া হয়েছে। শিশু-কিশোরদের গেম খেলা থেকে বিরত রাখতে বিশেষভাবে এ সেলফোন তৈরি করা হয়েছে।

উইন্ডোজ ১১ তে পাসওয়ার্ডের সুরক্ষা নিশ্চিতে নতুন ফিচার

ডিভাইসের সম্মুখে ৬ দশমিক ৫ ৮ ইঞ্চির ফুলএইচডিপ্লাস রেজল্যুশনের প্যানেল দেয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওয়াটারড্রপ নচ ডিজাইনের মাধ্যমে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এর দাম ২ হাজার ১৯৮ ইউয়ান।