আন্তর্জাতিক ডেস্ক : এবার কী তবে লিপস্টিক ও অন্য প্রসাধনী সামগ্রীর ব্যবসায় নামতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স। এখনই সদুত্তর না পাওয়া গেলেও জোর জল্পনা চলছে রেভলন কেনার প্রস্তুতি নিচ্ছেন মুকেশ আম্বানি।
সোমবার এই কোম্পানি আনুষ্ঠানিকভাবে দেউলিয়ার ঘোষণার জন্য আবেদন করেছে। এই কোম্পানিকে আমেরিকান কসমেটিক্স জগতের অন্যতম নামী প্রসাধনী সংস্থা। ঋণের কারণেই ডুবেছে এই কোম্পানি।
দেউলিয়া হওয়ার জন্য আবেদন করা আমেরিকান কসমেটিক কোম্পানি রেভলনকে কিনতে পারে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। জানা যাচ্ছে, দেউলিয়া ঘোষণার পরে নিলামে ওঠা এই সংস্থাকে কিনতে পারে রিলায়েন্স। সম্প্রতি Revlon Inc. ঋণের জালে আটকে পড়ে তা শোধ করতে না পারায় দেউলিয়া হওয়ার জন্য আবেদন করেছে। যদিও এখনই এ নিয়ে মুখ খোলেনি রিলায়েন্স। তবে জল্পনার কথা চাউর হতেই লাফিয়ে বেড়েছে রেভলনের শেয়ার। একধাক্কায় শেয়ারের দাম বেড়েছে 87 শতাংশ।
রিলায়েন্স যদি সত্যিই মার্কিন কোম্পানি Revlon Inc-কে কেনে, তবে খুচরো ও টেলিকম সেক্টরের পর এবার প্রসাধনী সামগ্রীতেও নাম লেখাবে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, রিলায়েন্স এখন ফ্যাশন এবং পার্সোনাল কেয়ার সেক্টরের দিকে লক্ষ্য স্থির করেছে। এই সেক্টরে প্রতিষ্ঠানটি স্ব-মহিমায় বিরাজ করার জন্য মাটি শক্ত করার প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে রিলায়েন্স Revlon Inc. কিনে পার্সোনাল কেয়ার সেক্টরে নিজেদের নিজেদের দৃঢ় পদক্ষেপ ফেলতে পারে। কারণ, বিশ্বের একাধিক দেশে চাহিদা রয়েছে Revlon-এর দ্রব্যের।
রেভলন সম্পর্কে জানুন : রেভলনের Elizabeth Arden ও Elizabeth Taylor-এর মতো ১৫ টিরও বেশি ব্র্যান্ড রয়েছে। ১৫০ টিরও বেশি দেশে Revlon-এর দ্রব্যের চাহিদা রয়েছে। বিশেষ করে রেভলনের লিপস্টিকের ব্যাপক চাহিদা রয়েছে। বাজারে চাহিদা থাকলেও কোম্পানি জানিয়েছে, সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ায় প্রোডাক্ট গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারছিল না তারা।
কোভিডের জেরে জোর ধাক্কা : অন্য একাধিক সেক্টরের মতো কোভিড ১৯ ধাক্কা দিয়েছে প্রসাধনী সংস্থাগুলিকেও। ২০২০ সালে কোভিডের প্রথম বছরে এই কোম্পানির বিক্রি ২১ শতাংশ কমে যায়। পাশাপাশি অনেক নিত্য নতুন ব্র্যান্ড বাজারে চলে আসায় কড়া টক্করের মধ্যে পড়ে যায় এই কোম্পানি। আর তাতেই বাজার নষ্ট হয় এই কোম্পানির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।