বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাড়ছে গতি, কমছে সময়! শুক্রবার ছিল সবচেয়ে ছোট দিন। নয়া রেকর্ড গড়ল পৃথিবী। দিনের শেষে রাত নামে, আবার রাতের শেষে দিন…. সেই কোন আদিকাল থেকে সূর্যের চারিদিকে লাট্টুর মতো ঘুরে চলেছে পৃথিবী। শুধু তাই নয়, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর যতটা সময় লাগে, এই গ্রহে দিনের স্থায়িত্বও ততক্ষণই। সময়ের হিসেবে ২৪ ঘণ্টা। ব্য়তিক্রম ঘটল ২৯ জুলাই, শুক্রবার।
সেদিন সূর্যকে ২৪ ঘণ্টার থেকে ১.৫০ মিলি সেকেন্ড কম সময়েই প্রদক্ষিণ করে ফেলল পৃথিবী! ফলে দিনের সময়টাও কমে গেল। যা সর্বকালীন রেকর্ড। এর আগে, ২০২০ সালে ১৯ জুলাইও একই ঘটনা ঘটেছিল। সেবার ২৪ ঘণ্টার থেকে ১.৪৭ সেকেন্ড আগেই দিন ফুরিয়ে গিয়েছিল! এবার সেই রেকর্ড ভেঙে গেল।
কেমন এমনটা হচ্ছে? বিজ্ঞানীরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই পৃথিবীর ঘূর্ণনের গতি বাড়ছে। স্রেফ ছোট দিনই নয়, ২০২০ সালেই ক্ষুদ্রতম মাসেরও সাক্ষী থেকেছে এই পৃথিবী। অনুমান করা হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন কিংবা ঘূর্ণনের পথে বিচ্যুতির কারণেই হয়তো গতি বাড়ছে পৃথিবীর।
নিটফল? বিজ্ঞানীদের আশঙ্কা, যদি এভাবে পৃথিবীর ঘুর্ণনের গতি বাড়তে থাকে, সেক্ষেত্রে ‘নেগেটিভ লিপ সেকেন্ড’ দেখা দেবে। তখন সময়ের হিসেব রাখার জন্য পারমাণবিক ঘড়়ি ব্যবহার করতে হবে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।