নতুন জাতের ৪ ধানে সফলতা, অতিরিক্ত ৮১ কোটি টাকার ফসলের আশা

নতুন জাতের ৪ ধান

জুমবাংলা ডেস্ক : নাটোরে আমন মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রি ১০৩, ব্রি ৯০, ব্রি ৮৭ ও ব্রি ৭৫ ধান চাষে সফলতা এসেছে। এই জাতগুলো আমন মৌসুমে জেলায় রোপণ করা সম্ভব হলে ৮১ কোটি টাকার অতিরিক্ত চৈতালি ফসল ও শীতকালীন সবজি উৎপাদন সম্ভব হবে। আর কম সময়ে বেশি ফলন পাবেন কৃষকরা।

নতুন জাতের ৪ ধান

সংশ্লিষ্টরা জানান, উচ্চ ফলনশীল এই চারটি জাতের ধান একদিকে আমন ধানের চেয়ে ২০ দিন আয়ুকাল কম অন্যদিকে বিঘাপ্রতি উৎপাদনও বেশি। আয়ুকাল কম হওয়ায় এই জাতগুলো আমন মৌসুমে সমস্ত জেলায় রোপণ করা সম্ভব হলে ৮১ কোটি টাকার অতিরিক্ত চৈতালি ফসল ও শীতকালীন সবজি উৎপাদন হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাটোর সদর উপজেলার কামারদিয়ার এলাকার বিলে আমন মৌসুমের ধান কাটার প্রস্তুতি চলছে। আমন ধান কাটতে এখনো ১৫ থেকে ২০ দিন অপেক্ষা করতে হবে কৃষকদের। তবে এই বিলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত কম আয়ুকালের ব্রি ১০৩, ব্রি ৯০, ব্রি ৮৭ ও ব্রি ৭৫ ধান রোপণ করায় আগেই ধান কাটছেন কৃষকরা।

কৃষকরা জানান, আমন ধানের আয়ুকাল ১৩৫ থেকে ১৪০ দিন হলেও এই ৪টি জাতের ধানের আয়ুকাল ১১৫ থেকে ১২০ দিন। প্রতি বিঘায় আমন ধান ১০ থেকে ১২ মণ উৎপাদন হলেও এই জাতগুলোর ধান বিঘায় উৎপাদন হয় ১৮ থেকে ২০ মণ। কম সময়ে বেশি ফলন পেয়ে হাসি ফুটে কৃষকের মুখে।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, আমন মৌসুমে পুরো জেলায় কম আয়ুকালের এই ৪টি জাতের ধান আবাদ বাস্তবায়ন করা সম্ভব হলে অতিরিক্ত ৮১ কোটি টাকার শীতকালীন সবজি অথবা চৈতালি ফসল আবাদ উৎপাদন বৃদ্ধি পাবে।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কম আয়ুর উচ্চ ফলনশীল এই জাতের ধান পুরো জেলায় আবাদে কৃষকদের আগ্রহ বৃদ্ধি করতে পদক্ষেপ নেয়া হবে।

বাড়ি বানাতে ২৭ লাখ টাকার ঋণ পাবেন যারা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে উচ্চ ফলনশীল ধানগুলো সারা দেশের কৃষকদের আবাদে আগ্রহী করতে মত বিনিময় ও প্রশিক্ষণ, বিনামূল্যে সার ও বীজ প্রদান করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে এই জাতের ধান কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে বলে জানান তিনি। চলতি বছর নাটোর জেলায় ৭৫ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন মৌসুমের ধান আবাদ হয়েছে।