জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। এবার নতুন করে তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিন আসিফ ছাড়াও ৭ উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। সেই সঙ্গে নতুন চার উপদেষ্টাকে দায়িত্ব দেয়া হয়।
এর আগে গত ৯ আগস্ট ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আসিফ মাহমুদ। এখন তার কাঁধে নতুন করে যুক্ত হলো আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব।
বাসর রাতেই উদ্দাম রোমান্সে মাতলেন, নেট দুনিয়া কাঁপাচ্ছে এই ওয়েব সিরিজ
বর্তমানে তার সামনে বড় চ্যালেঞ্জ বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখা। কেননা দেশের উদ্ভূত পরিস্থিতিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও আইসিসি জানিয়েছে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী মঙ্গলবার (২০ আগস্ট)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।