জুমবাংলা ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদফতরে জারি করা তিন দিনের হিট অ্যালার্ট শেষ হচ্ছে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল)। নতুন করে আর হিট অ্যালার্ট জারি আসছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পরিস্থিতি পর্যালোচনা করে অঞ্চলভিত্তিক সতর্কতা দেয়া হতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ ও বুধবার (১ মে) দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মূলত বৃহস্পতিবার (২ মে) থেকে কমতে থাকবে তাপমাত্রার পারদ।
সিলেট-চট্টগ্রামে বৃষ্টির কারণে প্রথমে পূর্বাঞ্চলের তাপমাত্রা সহনীয় হবে। সেই প্রভাব পড়তে পারে ঢাকা ও বরিশাল বিভাগে।
আর শুক্রবার (৩ মে) থেকে সারাদেশেই বৃষ্টির প্রবণতা বাড়বে। তখন দেশজুড়েই সহনীয় হবে তাপমাত্রা। ফলে নতুন করে আর হিট অ্যালার্ট জারির প্রয়োজন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদফতর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়।
হিট অ্যালার্ট কী?
হিট ওয়েভ বা তাপপ্রবাহ হলো অতিরিক্ত গরম আবহাওয়া। আর এ তাপপ্রবাহ সম্পর্কে যে সতর্কতা জারি করা হয় সেটাই মূলত হিট অ্যালার্ট বা হিট ওয়েভ অ্যালার্ট। তাপপ্রবাহ চরম মাত্রায় বাড়লে আরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়ার শঙ্কা তৈরি হয়।
এছাড়া সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে তা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই সবাইকে আসন্ন তীব্র তাপপ্রবাহ থেকে সতর্ক করার উদ্দেশ্যেই হিট অ্যালার্ট জারি করে থাকে আবহাওয়া অধিদফতর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।