বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার বাইক প্রেমীদের জন্য রয়েছে সুখবর। বাজাজ বাজারে নিয়ে আসতে চলেছে নতুন বাইক। আর তা বাইক প্রেমীদের যে বেশ পছন্দের হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই বাইকটি হল বাজাজ ডিসকভারের নতুন রূপ। একটি নতুন মডেল আনতে চলেছে সংস্থা। বাজাজ ডিসকভার বাজারে সবথেকে বেশি বিক্রি হওয়া বাইকগুলির মধ্যে অন্যতম। এটিতে রয়েছে ১২৫ সিসি ইঞ্জিন।
এর সঙ্গে স্টাইল, কোয়ালিটি ও ক্যাপাসিটির দিক থেকে সেরা ছিল এটি। তবে এবার মনে করা হচ্ছে, নতুুন বাজাজ ডিসকভার বাইকে থাকবে ১৫০ সিসি ইঞ্জিন। এর ফলে গাড়িটি হবে আরও শক্তিশালী। বাইকটির রূপের অনেক বদল ঘটতে চলেছে। সাবেকি লুকের বদলে আগ্রাসী লুকে দেখা দিতে পারে এটি।
এটিতে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস প্রযুক্তি প্রদান করতে পারে বাজাজ। এছাড়া ৫ স্পীড গিয়ারবক্স থাকতে পারে এটিতে। এছাড়া ইঞ্জিন ঠান্ডা করার জন্য আলাদা প্রযুক্তি থাকবে বাইকে। এর পাশাপাশি বাইকটির আলোকসজ্জায় পরিবর্তন আসতে পারে। ৫ স্পীড গিয়ারবক্স যুক্ত শক্তিশালী ইঞ্জিনে বাইকটি হয়ে উঠবে আগের মডেলটির থেকে আরও শক্তিশালী ও ডিজাইনের বদল ঘটলেআরও আকর্ষণী হয়ে উঠবে এটি।
বাইকে থাকতে পারে কর্বুনেটর ইঞ্জিন। বর্তমানে বিভিন্ন নামি-দামি কোম্পানির বাইকে এই ফিচার্সটি দেওয়া হচ্ছে। বাইকে ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল বসাতে পারে কোম্পানি। এছাড়া প্রতিটি ক্ষেত্রে এলইডি লাইট ইনস্টল করা থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।