দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমায় আমির খানকে বিশেষ এক চরিত্রে দেখা যাবে। এমন সংবাদ আগেই জানা গেছে। এবার প্রকাশ্যে এসেছে সেই সিনেমায় আমিরের ফার্স্ট লুক। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন আমিরের অনুরাগীরা। আমিরের এ লুক দেখে সবাই তার প্রশংসা করছে। তারা নতুন সিনেমায় আমিরের ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এবার আমিরের ফার্স্ট লুক যেন সেই অপেক্ষা কিছুটা বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় আমিরের ফার্স্ট লুক। এত তাকে দেখা যাচ্ছে রুক্ষ, কঠিন চেহারায়। সাদা কালো ছবিতে ফুটে উঠেছে আমিরের অন্যরকম অভিব্যক্তি। চোখে সানগ্লাস, মুখে তামাকের পাইপ নিয়ে ধূমপান করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আর তার এ লুক দেখে খুব সহজে ধারণা করা যাচ্ছে ক্যামিও চরিত্র হলেও এটি গুরুত্বপূর্ণ এক চরিত্র। যেখানে একেবারে আলাদা মেজাজে ধরা দেবেন আমির। সিনেমায় তার চরিত্রের নাম ‘দহ’। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানে অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় এ লুক পোস্ট করা।
আমিরের এ লুক প্রকাশ্যে আসার পর তাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনুরাগীরা। সেই পোস্টে একজন লিখেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত চরিত্র।’, আবার অন্য একজন লিখছেন, ‘মিস্টার পারফেকশনিস্ট লোকেশ কানাগরাজের ফ্রেমে। এটা একটা ড্রিম কম্বিনেশন।’
ফেসবুকে টানা কতদিন না ঢুকলে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট
জানা গেছে, ৩৭৫ কোটি রুপি বাজেটের এ সিনেমাটিই নাকি হতে যাচ্ছে চলতি বছরে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র। নির্মাতা লোকেশ কানাগরাজের নির্মাণে ‘কুলি’ সিনেমায় রজনীকান্ত, আমির খান ছাড়াও অভিনয় করছেন নাগার্জুনা, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ। আসছে ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি। তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘কুলি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।